| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দিবি তুই
হাত পেতে নেই,
এক মুঠো তুই কি অশেষ!
কি আয়েসে দেবযানী তুই-
বধিলি মুঢ় কচ আমাকে!
ঝালর জড়ির কিংখাবে নয়,
নয়তো মদির কটাক্ষে,
কালির কাজল, স্ফটিক জলে-
বধিলি হায় কচ আমাকে।।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮
রবাহূত বলেছেন: Me so happy
২|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: দেবযানী আর কচ আমার প্রিয় দুইজন।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
রবাহূত বলেছেন: যাক কেউ কেউ পড়ছেন! ধন্যবাদ! বাসা কি ভাঙ্গা হয়ে গেছে?
৩|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪
শায়মা বলেছেন: হ্যাঁ হয়ে গেছে!![]()
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
শিখা রহমান বলেছেন: তুমি আসলেই ভালো কবিতা লেখো। "এক মুঠো তুই কি অশেষ!" সুন্দর কথাটা।