নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
কুয়াশা মিশে ছিলো
তোমার হাসিতে,
আধখোলা দরজার চৌকাঠে ছিলো
দ্বিধা থরথর বিষণ্ণ অপেক্ষার প্রহর।
আধেক বেলা ছিলো খোলা
আমার জানালায়,
বিস্ময় কিংবা বিষণ্ণতার প্রহরগুলি।
(২)
নাহক তোমার অভিমান
নাবল তুমি আমায়
তবু জানি, আমি জেন।
লুকানো অশ্রু
লুকিয়ে রাখো গভির অন্তরালে
ঠোঁটের রেখায় না আঁকো কষ্ট আনমনে
তবু জানি, আমি জেন।
তোমার অবুঝ অভিমান !
(৩)
আজ যদি বাগানের রঙ্গন গাছটাতে
ফুল ধরে সাতাশের বেশি,
যদি এক ঢিলে পার করি পোড়া সিগারেটখানা
জানালার গ্রিলের ফাক গলে,
যদি প্রিয় সবুজ শার্ট টা লন্ড্রি থেকে আনা থাকে আনকোরা,
তবে নিশ্চিত জানালায় আসবে।
মেঘ সরে যাবে সহসা,
জানালার পাশেই সিট পাবো ভিড়ের বাসেও,
চটির সেলাই ছিড়বে না হুট হাট,
নির্বান্ধব শহর সহসা আমার আপন হয়ে যাবে,
যদি কচিত কটাক্ষ তোমার অস্ফুট দেখি।
©somewhere in net ltd.