![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোয়াতি পাখি আমার!
তারার দেশের পাখি-
পথ চলি না থেমে থাকি,
আঁক কষে খিলানে রোদ্দুর।
থেমে থাকো- চলিষ্ণু মেঘ
ঐ উঁচুতে
যেখানে বাবলার ছায়া না পৌঁছে।
বিরল মুহূর্ত বুঝি একবারই আসে
অভয় মুদ্রায়, মন্দ্র সপ্তকে
একবার একবারই বুঝি চঞ্চুতে তোর
রক্ত নিয়েছিলি বিস্মরণের চুম্বনে
সোয়াতি পাখি আমার!
এক রাত্রির অশেষ প্রেম-
দাঁড়ে ঝুলে আছে সোনালী কীট
শূন্যতায় হায় আমি...
১৮।০৯।২০০১
৩৫/৫ লেক সার্কাস
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
রবাহূত বলেছেন: আমারও এই লাইন দুটি সব চেয়ে প্রিয়, তবে ভুল টাইপ করেছিলাম লাইন গুলি হবে, "একবার একবারই বুঝি চঞ্চুতে তোর,
রক্ত নিয়েছিলি বিস্মরণের চুম্বনে"। অনেক ধন্যবাদ ভাই!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
তারুবীর বলেছেন: "এক একবারই বুঝি চঞ্চুতে তোর
রক্ত নিয়েছিলি বিস্মরণের চুম্বনে"
লাইন দুইটা ! উফ !