নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

সেই কথাটি বলতে তোমায়

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

সেই কথাটি বলতে তোমায়

হঠাৎ কি যেন হয়,
চেনা রুটের বাস গুলো অচেনা ঠেকে,
চেনা পথ, সিগারেটের দোকান,
চিরচেনা এ শহর অচেনা ঠেকে,
মনে হয় কি যেন একটা বাকী রয়ে গেলো!
লাইব্রেরীর বই ফেরৎ দেয়া?
খুচরো কোন কাগজ?
না নোটস্‌, পেপারস্‌ এসব?
নাকি ওয়ালেট ফাঁকা, খুচরো পয়সা যাবে না দেয়া,
আগুয়ান কন্ডাকটরকে?
নাহ,! সবই তো ঠিক
হাতে ধরা বাস ভারা বার আনা পয়সা।
নাকি বাড়িতে কারো অসুখ ছিল,
লক্ষ্য করিনি?
বাস চলে এপথ থেকে ও পথে।
ভিড় বারে, ভিড় ঠেলে নামই নির্জন স্টপে।
দূরে আকাশ নীল,
নীল নীল ঘন নীল!
কি যেন হয়নি করা কিংবা বলা।
চলি পথ আনমনা!
দূরে একটা নগ্ন নির্জন দেবদারু,
হঠাৎ করে তোমার কথা মনে পরে,
হয়নি বলা এখনো তোমায়,
“ভালোবাসি, ভালোবাসি”...
ছুটে যাই পাবলিক বুথে,
অভ্যস্থ হাত বোতাম টিপে অস্থির আমি-
এই তো এখন
সেই কথাটি বলতে তোমায়।

২৪০৯৯৫/১০০৬০৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

আছির মাহমুদ বলেছেন: অভিব্যক্তি আর প্রকাশ সুন্দর...

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.