নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি ‘অন্য’ ছিলা
এখানেই ছিলাম আমি?
আমি নই, অন্য সে লোক!
ডুব সাঁতারে অথই জলে?
দুর বোকা, “কি যে বলে”!
সুতোতে মাঞ্জা ঘষা,
ফেটে হাত কুমড়ো ফালি
সে বালক নই এ আমি!
রোদে চোখ ঝলসে যেত
সে আকাশ কই যে গেল।
কালো কাঁচ রোদ চশমায়
দু ফোটা জল কেউ কি দেখে?
বুনো ফুল তেতুল বিচি,
ধুল পথে ছড়িয়ে কত।
সে যে পথ কই হারালও
কোন দূরে একলা আমি।
দুরের সে ভোর, কি আমারই ছিল?
নাকি ‘সে’ আমি, হায় ‘অন্য’ ছিলাম!
ভাঙ্গা ঘুম মধ্য রাতে,
খুঁজে ফিরি সেই আমাকে।
আমি কি হারিয়ে গেছি?
হাজারো আমার মাঝে?
১৯/০৩/২০১৭
©somewhere in net ltd.