![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিদ্দিকুর আপনি মরেই যেতেন
ফেলানির লাশ হয়ে ঝুলতেন কাঁটা তারে।
পুলিশ আর ইঞ্চি আটেক নিচে কি তাক করা যেত না শেলটা?
আলো চলে গেলে সন্ধ্যায় অস্থির হয়ে যাই সব।
আই পি এস, ঘো ঘো জেনেরেটর চালু হয়ে যায়।
উহ “ধরে প্রাণ আসলো ফিরে”!
আর যে চোখে আলো আর ফিরবে নাহ!
তার কি হবে?
আপনি তো ছাই, খবরের কাগজের শিরনামেও নেই,
নেই ভিডিও সহ “একি করলেন” কোন নিউজ পোর্টালে।
তনূকে ভালুকে খেল
আর এই পোড়ার চোখ খেল কে?!
লিমনের পা খেল কে?
এ কেমন খেলা, মাঠে বক্তিমে করে নেতা বলে
“রাজনীতিতে শেষ বলতে কিছু নেই”!
এর চেয়েও শেষ আছে?!
আর কত শেষ হলে রাজনীতির শেষ হবে?
০৭/২০১৭
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৩
রবাহূত বলেছেন: কি ভয়ংকর এক সময়!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:২৫
তপোবণ বলেছেন: আপনার মতো সকলেই আমরা আক্ষেপে মরি। মর্মাহত হই, তবুও এই দুর্বিসহ পথের শেষ হয়না। একটা নুতন পথের সন্ধ্যান আর পাইনা।