নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

ভেজা শহরের গল্প

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

ভেজা শহরের গল্প

ভেজা শহরের গল্প
আঁকা হয়ে রয় রাস্তায়,
বাসে বন্দরে, খানা খন্দরে।

দূরের পথের মানুষ,
ভিঝে ঝুপ্পুস।
স্কুল পালানো ছেলেদের খুশি,
মেয়েদের ভেজা লাজুক হাসি।
বারান্দার গ্রিলে বন্দী বালকের
মন খারাপের দৃষ্টি!
গরম চায়ে চুমুক অফিস পালানো কর্তা।

আর কেঁপে কেঁপে উঠা রিক্সাওয়ালার
দু’টাকা বেশি লাভের হাসি।

বৃষ্টির জল, নর্দমার কালা পানি,
শহর ধবংসের অভিশাপ নিয়ে পিলপিল করে উঠে আসে।

রবিঠাকুরের ভিজে কাক এখনো বসে,
উদাস দৃশ্য আঁকে,
ঝড়ো জলে কাঁপা সবুজ
জানালায় আজ উধাউ।
নদে’য় বান আসতে হয় না,
শহর ভেসে যায়...
ভেসে যাওয়া রাস্তায় উদোম ছেলেদের হুল্লর
বাসে বসা উদাস যুবকের শৈশব আসে নিয়ে।

সহসা মোড় নেয়া গাড়ির উদাস চালক
অবাক দেখে বৃষ্টির ঘন স্রোত,
ভাবে আহা কতদিন ভিজিনি জলে।

ছিটিয়াল বাবা, ছাতা বন্ধ করে
ছেলে কোলে ভেজে স্কুল ফিরতা।

কাগজে আসে কত জল বাড়ে
কোথায় বাঁধ যায় ভেঙ্গে,
ভেজা শহরের কি যায় আসে,
জল রঙ্গে সে হিবিজিবি আঁকে।

১৩/০৮/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.