নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সংবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭



রোজ সকালে কাগজ খুলে
নিখোঁজ হবার খবর দেখি।
কারুর ছবি লেপটে কালি
কারুর শুধু নাম-ঠিকুজি।
দেখতে কেমন? কার কি গড়ন
নাকের পরে তিল কি জুড়ুল?
সব খবরই ঠিকই দেয়া,
বাকী শুধু খুঁজে দেখা!

কেউবা রাগী কিংবা বোকা,
পরীক্ষাতে ফেলটুঁ ছোঁড়া।
মায়ের বকা, প্রেমের ছ্যাকা
হাজার কতক টাল বাহানা।
কারুর খুবই মাথার ব্যামো,
কেউবা শুধুই হারিয়ে গেল,
হারিয়ে যাওয়ার আণন্দেতে।

এমনই শতক
রোজ হারানোর খবর দেখে
মনটা আমার চায় হারাতে
ভীরের মাঝেই একলা একা!
কেমন সবাই খুঁজবে আমায়?
ভুলবে নাকি খুব সহসাই!

হারিয়ে যাওয়া লোক গুলো কি
আমায় তাদের সংগে নিবে?
দূরের পাহাড় পেরিয়ে সাগর
কোন অচেনায় বসত হবে!

দিকশূন্যপুরের দেশে
কেমন রঙ্গিন সূর্য উঠে?
গাছের ছায়ায় কাটিয়ে দেব
পাথর ঘসে আগুন জ্বেলে!

নাকি সবাই আটকে শুধু
ঘনক খাঁচার জমাট আঁধার!
পাগল কোন শিশুর হাতে
রুবিকস্‌ কিউবের গোলক ধাঁধায়!
ভুলভুলিয়া জগত আমার
আমরা সবাই হারিয়ে আছি,
কদাচকচিৎ পাই কি খুঁজে
তোমার আমার দিক-ঠিকানা!

হারিয়ে পাওয়ার খবর কি
কেউ বিজ্ঞাপনে দেয় ছাপিয়ে?
লম্বা পানা ফর্সা মত
মায়ের কোলে ফিরল নাকি?
সেই যে প্রেমে আঘাত পেয়ে
যা খুশি নয় উল্কি এঁকে
উঠতি যুবক আর কি এলো?
অফিস থেকে হঠাৎ উধাউ
নতুন কোন সুখের খোঁজে,
রোজ সকাল মেয়েটি যে তার
বালিস ভিজায় কান্না জলে,
তার কি খবর-পাতাহ কোন
কাগজ খুঁজলে পাওয়া যাবে?

লোক গুলো কি হারিয়ে গেল?
নাকি তারাই খুঁজে পেল-
দিকশূন্যপুর কোন ঠিকানায়?
গাছের পাতায় সবুজ ছায়ায়
যায় কি দেখা সুখের ধোঁয়া!
নাকি ঝড়ের ঝঞ্জা বাতাস
সব উড়িয়ে শূন্য আঁধার?
সেই খবরও পাই না খুঁজে
তাও হারাবার ইচ্ছা জাগে!

২০/০৯/১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.