নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোঁয়াচ রোগের মত রোদ
ঝকঝকে চারিদিক
যাই ছুঁয়ে দেয় তাই হয় সোনা।
অমন নীল আকাশ শহরে বিরল
কৃষ্ণচূড়ার সারি ঝিরিঝিরি
ওভার পাসের গোলক ধাঁ ধাঁ
মসজিদের গম্বুজ সাদা
শুকোতে দেয়া কাপড়ের গোলাপি
বিজ্ঞাপনের এলোমেলো রং
গাছেদের সলাজ সবুজ।
আলো তুমি রং নও
আমার প্রশ্বাস মত
ছায়ারা ছোট হতে হতে হারিয়ে যা্ক
আলো আর রোদ, রোদ আর আলো!
রোদ চশমা থাকুক পরে দেরাজের অন্ধকারে।
দুচোখ শুষে নিক আলোর সুখ
রং এর সুখ,
দৃশ্যের অতীত রং
আলোদের সুখ,
দৃশ্যের অতীত আলো
শ্রবণের অতীত নৈশব্দ।
১৮/০৯/১৭
©somewhere in net ltd.