নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুবোধ দেয়াল অঙ্কন, বুদ্ধিদীপ্ত এবং কৌতূহল উদ্দীপক। এর সাথে “কষ্টে আছি আইজুদ্দিন” কে এক করে দেখার কোন সুযোগ নেই। “সুবোধের” কুহক উপস্থিতি, সময়ের সুরে গাওয়া, মানুষের মনে এক আলোড়ন তৈরি করেছে। কেউ কেউ নিজের কথা, নিজের পাওয়া না পাওয়ার সাথে মিলিয়ে নিচ্ছেন এই খ্যাপাটে যুবকের সাথে। এ শহরের বৈরি বাতাস, বঞ্চনার লু হাওয়ায় অনেকেই ভেসে যেতে চাই, “সব ছেড়ে ছুঁড়ে বহু দূরে, যদি যাই চলে, বল কি হবে”, কার মনে না এই সুর বাজে।পালাতে চায়, যারাই ক্ষমতার বলয়ের বাইরে, দুর্নীতির টাকার ছড়াছড়ির বাইরে, ছুঁড়ে দেয়া উচ্ছিষ্টের বাইরে, তারা সবাই। যাপিত জীবনের বোঝা, নিত্যদিনের রাস্তার ঝামেলা, নিয়মহীনতার নিয়মে দাঁড়িয়ে যাওয়ার রেওয়াজ, মাসেল পাওয়ার, আর সবচেয়ে বড় বিচার হীনতা ক্রমেই প্রতিটি মানুষকে অসহায় করে দিচ্ছে, হতাশ করে দিচ্ছে, তাই এই সুবোধ এই আমাদের সবার প্রতিবিম্ব হয়ে উঠেছে। তার সব হারা চেহারা কিন্তু সূর্যকে পুষে রাখার এই আঁকা ছবি দেখে আমাদের মধ্যবিত্ত মন বলে উঠে “আরে! এই তো আমি”
“এখন সময় পক্ষে নয়” কি সুন্দর শব্দ গুচ্ছ! হাই-কি আঁকা আর এমন শব্দ গুচ্ছ, আর বুকের সূর্য, আর লাল হবেকি, এক সাইক্যাডেলিক লিরিক তৈরি করে। সিড ব্যারেট উঁকি দেন। একজন বলেছেন সুবোধ যেন জিমি হেন্ড্রিক্সের “হেই জো”!ইন্টারপ্রিটেশন যেভাবেই হোক সুবোধ কিন্তু উঁকি দিচ্ছে সবার মনে, কড়া নাড়ছে। আর বিচারপতি সিনহার নির্বাসনের দৃশ্যাবলী, সুবোধ কে দেওয়ালের ওপর থেকে সবার খোলা জানালায় নিয়ে এসেছে। এতেই বড় ভয় আমাদের রাজাদের, এতেই বড় ভয় আমাদের সেপাই-সান্ত্রী আর পেটোয়া বাহিনীদের। খোঁজ! খোঁজ!! কে করিল সৃজন, এহেন ধৃষ্টতা পূর্ণ, অবজ্ঞা পূর্ণ এ খ্যাপাকে? ধর কতল কর, শুলে চড়াও। জেলে ভর! গুম কর! পেট ফাঁসিয়ে শীতলখ্যার জলে ফেলে দাও। এগারটি সুনির্দিষ্ট অভিযোগ দাও। জঙ্গি সংযোগ বের কর। মোসাদ খোঁজ! মারো আর মারো!
আবাক হতে হয়, এ তুচ্ছ্য আঁকা নাকি জনমনে ভয় তৈরি করছে। হে মহান! ভয় জনমনে নয় হে। এ আপনার ভীতি, আপনার ক্লেদ, আপনার পাপ, আপনার অবিচার, অন্যায়, ঘৃণা, অবহেলা, আমাকে তুচ্ছ জ্ঞান করার ফলাফল। আজ আঁক কষে কোন ফল পাই না কিন্তু একদিন সব কড়ায় গনডায় বুঝে নেব আমরা, তার ভয়! জনাব, সুবোধ কে ছাড়ুন! নিজের সু-বোধ কে জাগান!
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০
রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
ঋতো আহমেদ বলেছেন: আমি খুব অবাক হয়েছিলাম খবর পেয়ে যে 'সুবোধ' এর রূপকার কে ধরার জন্য গোয়েন্দা সংস্থা তৎপর হয়েছে। সেই সাথে হাসি এসেছিল এবং দুঃখও পেয়েছি আমাদের রাষ্ট্র যন্ত্রের কর্তাদের নির্বুদ্ধিতায়।
আপনি খুব সহজ সুন্দর করে 'সুবোধ' এর মর্মার্থ তুলে ধরেছেন এই পোস্ট এ। ভালো লাগলো। শুভ কামনা।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
রবাহূত বলেছেন: দুঃখ জনক! এ কোথায় আমরা বাস করছি।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: কী চমৎকার একটা লেখা।
সুবোধ কে নিয়ে করা লেখা, ছবি গুলো খুব খুব অসাধারণ। রাষ্ট্রের আচরণ দেখে হাসি পায় এরা কতটা ভীত নিজেদের দুর্বলতা নিয়ে!
প্রিয়তে নিলাম।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ! অনেক দিন পর আমার লিখায় আপনার কমেন্ট পেয়ে ভালো লাগছে।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
আখেনাটেন বলেছেন: সুবোধরা ভালো নেই। তাই হয়তবা জীবন থেকে পালাতে চায়।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
রবাহূত বলেছেন: সত্যি তাই!
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও পালাতে চাই্...
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
রবাহূত বলেছেন: আমাকেও নিয়েন প্লিজ!
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
মোঃ তানজিল আলম বলেছেন: সুবোধ তুই কেটে পর, শকুন পিছু লেগেছে।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
রবাহূত বলেছেন: সত্যি ! কি হবে আর এখানে !!
৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সুবোধ তুই সাবধানে থাকিস হায়নারা তোর পিছু নিয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
রবাহূত বলেছেন: তাই থাকুক সুবোধ!
৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪
আমি চির-দুরন্ত বলেছেন: সুবোধ ওভাবে তাকাস না।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫
রবাহূত বলেছেন: এই দৃষ্টি, ভয়ের কাঁপন জাগায়!
৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: এ আপনার ভীতি, আপনার ক্লেদ, আপনার পাপ, আপনার অবিচার, অন্যায়, ঘৃণা, অবহেলা, আমাকে তুচ্ছ জ্ঞান করার ফলাফল। একদিন আসবেই।। যখন ক্ষমতা আর চেলা-চামুন্ডারা কেউ থাকবে না।।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
রবাহূত বলেছেন: তখন বুঝবে কত ধানে কত চাল!
১০| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুবোধকে পালাতে হবে কেন? কেন সময় এখন পক্ষে নয়? জাতি তো আমরা জানি কলঙ্কমুক্ত হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫
রবাহূত বলেছেন: নতুন কলঙ্কের দাগ পরে কি আর পুরনো কলঙ্ক ঢাকে?
১১| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: দেশের প্রতিটা মানুষই এখন সুবোধের মত পালাতে চায়।
সুবোধের রুপকারকে ধরার খবর পেয়ে বুঝা যায় উনারা কতটা ভীত।
ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫
রবাহূত বলেছেন: ধন্যবাদ !
১২| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯
রহমান আসাদ বলেছেন: সুবোধেরা ভাল থাকুক!
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯
রবাহূত বলেছেন: তাই হউক!
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১১ নং মন্তব্যে সুবোধের রূপকার ধরা পড়েছে? কে সে?
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
রবাহূত বলেছেন: তাই নাকি!
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪
হাতুড়ে লেখক বলেছেন: খবরটা পড়ে প্রচন্ড ক্ষোভ জেগেছিল মনে। কিছু একটা লিখতে চেয়েছিলাম। ব্লগে এসে আপনার লেখাটা পড়ে মনে হলো, এটাই লিখতে চেয়েছিলাম আমি। হয়ত আপনার মত এত সুচারু রূপে প্রকাশ করতে পারতাম না আমি। ভালবাসা রইলো অশেষ।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২
রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! আসলে এ সবার মনের কথা! আমি লিখি বা আপনি, প্রকাশটাই মুখ্য!
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমান বাস্তবতাকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তবে সাধু সাবধান গুম শব্দ এখনো আমাদের ডিকশানারীতে আছে!!
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮
রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই!
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
লেখায়+++
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
রবাহূত বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯
রবাহূত বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
পলক শাহরিয়ার বলেছেন: এ আপনার ভীতি, আপনার ক্লেদ, আপনার পাপ, আপনার অবিচার, অন্যায়, ঘৃণা, অবহেলা, আমাকে তুচ্ছ জ্ঞান করার ফলাফল।
এই লাইনটা অসাধারণ! ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
রবাহূত বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুবোধ তুমি পালাবে কেন, আমরা আছি তোমার সাথে!
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯
রবাহূত বলেছেন: এই তো আশা !
২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০
ননদালীনাজ বলেছেন: চমৎকার ধারাভাষ্য !
সুবোধ, তুই ঘুরে দাড়া..
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: উচিৎ কথা বলা উচিৎ।
সুন্দর উপস্থাপনা ।ভাল লিখেছেন।