নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.youtube.com/watch?v=Noj2L1RPU5g
এই গানটা কোনদিন আমি গুনগুন করেও গাইতে পারি না, গলা বুজে আসে, দুচোখ ঝাপসা হয়ে আসে, আই এম কাইন্ডা ইমোশনাল ফুল। মানুষ কিভাবে নিজের দেশের সাথে বেঈমানি করতে পারে? সেই রাজাকার আর আজকের দিনের সেই সব নির্লজ্জ লুটেরারা, নিজেরা কি কখনো আয়নার সামনে দাঁড়ায় না? আমার দুঃখ হয়, এত লোকের অত্মত্যাগ, এত রক্ত, এত মৃত্যুর পর, এই বাংলাদেশ দেখে। এই ভাবে খুবলে খেয়ে নিচ্ছে শকুনের মত, আমরা অসহায় চেয়ে থাকি। এই অক্ষমতার কি বিশাল কষ্ট! সারাক্ষণ বুকে নিয়ে চলি। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে।
কি অপূর্ব সুন্দর মানুষেরা আমাদের আসে পাশে, তাঁদের শ্রমে ঘামে দেশের চাকা ঘোরে, আর কি অবলীলায় তাঁদের সবটুকু কেড়ে নেয় লুটেরারা। আগুন লাগা দামে শস্য কিনি,খাদ্য কিনি, আর সেই যে কৃষক, রোদে পুড়ে ঘামে ভিজে এ ফসল ফলায় তাঁর পুজিও উঠেনা। আর যে মেয়েটি, সাজান থরে থরে রাখা, সব্জি আনাজ, ফল, চকলেট আরও কত কি, সেখান থেকে অপুষ্ট হাতে আমার জন্য বেছে ভালো জিনিশটি বের করে দেয়, ঝাঁ চকচকে সুপার শপে, মাস শেষে যে মায়না পায়, তাতে বেঁচেই থাকা যায় শুধু টিমটিম। নিশস্য হাহাকার এখনও কত ঘরে, নিরন্ন কান্না এখনও কত শিশুর!
কিসের এই “মধ্যম আয়”!
কিসের এই “ডিজিটাল চেতনা”! কিসের “সোফিয়া”! কি লাভ রেকর্ড বৃহৎ মানব পতাকার!
দুঃখ, লজ্জা আর হতাশার শেষ কোথায়?
আমি অপেক্ষায় আছি কবে কালকের রাতের উদোম বালকটি, দুটি টাকার জন্য যে ট্র্যাফিক সিগন্যালে এ গাড়ি থেকে ও গাড়ির, জানালায় ঘুরছিল, দু হাত মুঠি পাকিয়ে বলে উঠবে,
“যদি কোনদিন দিগন্তের
উপরে মাথা তুলে দাড়াতে পারি,
আমি তোমাদের সব হিসেব
কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়ে যাবো”
( সুভাষ মুখোপাধ্যায় )
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
রবাহূত বলেছেন: তাই হউক! আর এই বই মেলায় আমার যাদুর শহর বের হচ্ছে!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া।
আমাকে বলে দিও কোন স্টল, কোন নাম তোমার..
২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
রবাহূত বলেছেন: যাদুর শহর- সীজার ওয়াটার্স, পার্ল পাবলিকেশন্স।
৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, পড়ে মুগ্ধ হ'লাম।
আমাদের সমস্যা, আমাদের শিক্ষিত লোকেরা সাধারণতঃ ভীরু হয়ে থাকে। শিক্ষাবঞ্চিত সাহসী লোকেরা সাহসী হয়, কিন্তু সৎ ও সাহসী নেতৃত্বের অভাবে তারা কোন অবদান রাখতে পারেনা। আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তো আছেই।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ! সালাম জানবেন!
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
শায়মা বলেছেন: সবাই সুখে থাকুক এই আমাদের চাওয়া।