নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

বড় পাপ হে!

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০



“বড় পাপ তোকে ছাড়বিনে, কত বচ্ছর দাঁড়িয়ে এখানে !”
খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে বর্ষীয়ান, শতাব্দী প্রাচীন বৃক্ষ।
ছায়াময় দীর্ঘ বাহু ছড়ানো সবুজ,
বাউদিয়া বুড়ির প্রাচীন ত্বকের জ্যামিতির নকশা আঁকা শরীর,
জমে থাকা শ্যাওলা মখমল, ইতিহাস সজীব এখনও।
ফার্ন কি আগাছার নির্বিষ সংসার!
“তোর মুখ দিয়ে লউ উঠপিরে পাপী,
এ পাপ তোকে ছাড়বিনে”।
খানিকটা অক্সিজেন ছাড়ে, কৃতঘ্ন পৃথিবীর বিষাক্ত বাতাসে,
টেনে নেয় কিছু বিষ নির্লোভ।
বাতাসে উড়ে, উড়ে গুজব কিছু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়
সবুজ বুকে জমে ব্যাথার নীল,
শ্বাসে শ্বাসে কথা হয়।

বিনা দোষে ফাঁসিতে ঝুলবার আগে যেমন,
অভিমান একবুক, কাকে জানাবো এ বিচার!
ভয়ে শঙ্কায় শিকড় আরও গভীরে যায়,
সময় বড় নিষ্ঠুর,
তবু যুবা গর্বিত বিপ্লবীর মত বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে তাঁরা!

কার বুক কাঁপবে না কড়াত চালাতে!
বলকে বলকে রক্ত উঠে আসবে
জমিন ভেসে যাবে,
“লোনা রক্তে লাল জমিনে আর কোন ফসল হবিনেরে পাপী,
তোর ছউল আর হাসবিনেরে, তোর সব উজার হবি”।

কে শোনে সে নীরব অভিশাপ
সবাই ভাবে বাতাসেরা পাতা নাড়ায়, গাছ কি কথা কয় নাকি?
আমরা শুনি বুঝিনা, এ গাছেদের কান্না, সময়ের কান্না।
“সময় তুই বড় নিষ্ঠুররে, এখনও কমল কাণ্ডে জীবনের রস ছিল জমে,
আর কিছু সময় কি থাকতি পেতাম না”!
অভিশাপ হাহাকার হয়ে বাতাসে ওড়ে,
আমাদের চোখে আর জল আসে না, রক্ত ভাসিয়ে নেয় সব।
লোনা রক্তে লাল জমিনে আর কোন ফসল হবেনা,
শিশু আর হাসবে না, একদিন সব উজার হবে!
সব উজার হবে!
১৪/০১/১৮

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

সাইন বোর্ড বলেছেন: শব্দের চাষ এবং প্রকাশ সুন্দর !

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই! শব্দ কই? এ তো লাল লউ!

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: সমরেশ মজুমদারের 'বড় পাপ হে' এই নামে একটা বই আছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

রবাহূত বলেছেন: সেখান থেকেইনাম নিয়েছি, আমার অনেক পছন্দের, একটি লাইন! "বড় পাপ হে"!

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

কামরুননাহার কলি বলেছেন: কিছু কিছু শব্দ বুঝতে কষ্ট হয়েছে। তবুও কবিতাটি ভালো লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

রবাহূত বলেছেন: ধন্যবাদ!

৪| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সেখান থেকেইনাম নিয়েছি, আমার অনেক পছন্দের, একটি লাইন! "বড় পাপ হে"!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.