নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

খেপচুরিয়াস

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪



অনেক কথার জাল বুনে সে, কথায় ফাঁদে পাত!
পরের আশায় পাতা ফাঁদে, নিজেই কুপকাৎ!
কি ছাই এত দুঃখ তাহার, কিসের এত রাগ?
সব কথাতেই নাক গলাবে, সব কিছুতেই ভাগ!!

নিজের লেখা কিংবা আঁকা, কিছুই তাহার পাই না খুঁজে,
কিন্তু প্রতি লেখার মাঝে,নাকটি গলায় চোখটি বুজে।
এমন কামড় দেয় যে গো হায়, কাছিম দাঁতটি তুলে
ছাড়াই তাকে এমন জ্বালা, বলব কি আর খুলে।

কেউ ডাকুক আর নাই বা ডাকুক, বান্দা হাজির স্বয়ং,
সব কিছুতেই ফোঁড়ন কাটেন, বুদ্ধিজীবীর ভড়ং।
নরক গুলজার একাই করে, একাই করে সোর
নোটিফিকেশন বাজতে থাকে,রাত দুপুর কি ভোর।

একটি কথা কইছি তোমায়, ও ভাই জ্বালাময়ী
নিজের চরকায় দাও নে গে তেল, একলা মাউসটি থয়ি!
ধন্যবাদ আর আবার আসবেন, আর ক’বে না কেউ।
বাঘ ভেবনা নিজেকে খুব, জেনো তুমি ফেউ।

কি বলব আর এদের কথা, হোক না লঘিষ্ঠ ,
বুঝবে কবে খোদাই জানে, এহেন্‌ আচার অশিষ্ট !
একটু ভালো থাক না বাবা, নিজের কাজটি কর্‌,
একলা পাগল খেপচুরিয়াস, নাই কি সুখের ঘর!

২২/০৩/২০১৮

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরেকটু ক্লিয়ার না করলে খোলাসা হচ্ছে না।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২০

রবাহূত বলেছেন: দেখবেন আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিছু লোক থাকে তারা কিছু লিখে না আঁকে না শুধু সমালোচনা আর বাজে কথা বলে। তাদের জন্যই এই কবিতা।

২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

নীল মনি বলেছেন: আমি বুঝতে পারলাম না কেন :( আমাকে বুঝানো যাবে কি?

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২১

রবাহূত বলেছেন: দেখবেন আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিছু লোক থাকে তারা কিছু লিখে না আঁকে না শুধু সমালোচনা আর বাজে কথা বলে। তাদের জন্যই এই কবিতা।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

নীল মনি বলেছেন: বুঝলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.