নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

সূর্য ঠিক বেরিয়ে যাবে খাঁচা ভেঙ্গে!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫



এ শহরে আর এসো না সুবোধ
তোমার খাঁচায় আটকে রাখা সূর্য খানাকে নিয়ে চলে যাও।
চলে যাও তত দূর যত দূর কোন শিশুর আর্তনাদ
কোন ধর্ষিতার কান্না
গারদে আটক মাথা উঁচু কোন যুবকের তেজদিপ্ত উচ্চারণ
হায়নার হাসি পেটোয়া বাহিনীর উল্লাস
তোমার কানে না পৌঁছে !
সময় তোমার পক্ষে নয়
এখন সময় অন্যার কাঁধে বন্দুক রেখে
চাঁদমারি করবার, লুটে নেবার,
আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের শব্দ।

বুলেটে, ব্যাটনে, বেয়নেটে ভয় নেই যুবকের
ভয় আঁধারে হারিয়ে যাবার।
আঁধারের ভয় নেই, ভয় আঁধারের সাওয়ারিদের
নিকষ কালো কুচ্ছিত নরকের ঘোড়া টানা লাশবাহি গাড়ীর।
ভয় কি! কি হবে? মেরেই ফেলবে!!
ভয় কথা বলতে না পারার, যে দামে কেনা কথা বলার অধিকার
তার কি মুল্য চুকিয়েছে তারা?!
যে শুদ্ধতম আত্মারা সহোদর ভ্রাতা, কিংবা ভগ্নি
তাঁদের নিঃশব্দ উচ্চারনে তাঁদের অনুপস্থিতির স্থিতিতে
প্রশ্ন করলে বেঁচে থাকা বেড়ে উঠা যুবকদের
কি উত্তর তাঁদের দিবে যুবক নিয়ে পিঠে ছড়রা গুলির নকশা!

সুবোধ গেছে চলে নিয়ে খাঁচায় আটক সূর্য!
কে জানে কোন নদীর উজানে পাবো তার লাশ
পেট ফাঁসা, পায়ে ইট বাঁধা গলিত বিকৃত!

এ লেখার প্রতিটি শব্দের দাম হয়ত আমাকে চুকাতে হবে
রক্তে, উপড়ে ফেলা নখে বা এমন কিছু যা আমার জানা নেই!
তবু বলব, তবু বলব, আমার এ কন্ঠ তোমার কেনা নয়
আমার এ আঙুল গুলো তোমার কেনা নয়
এ শব্দ গুলো তোমার অনুগত নয়।
পবিত্রতম শব্দ যা ভয়ে কেঁপে উঠে তোমার আরশ!
আমায় মারতে পারো পারো গুম খুনে হাওয়া করে দিতে।
এই তো!

সুবোধ গেছে, আমিও না হয় যাবো তারপর?!
তারপর, তারপর, তারও পর...
জেনো সূর্য ঠিক বেরিয়ে যাবে খাঁচা ভেঙ্গে!
০৮/০৮/১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

বেঙ্গল রিপন বলেছেন: সুবোধ তুই থাম, ফিরে আয়, ঘুরে দাঁড়া!/
পালাবি কেন? মুখোমুখি হ! দে গা ঝাড়া!/
নে শক্তি সাহস! যা বুক ফুলিয়ে পা বাড়া!/
যা অবোধ কুবোধের নাড়ি ধরে দে নাড়া!
যা এগিয়ে যা! সব অশুভ বোধকে তাড়া!/
আমরা কীভাবে বাঁচব বল,তোকে ছাড়া?
এই যে নিচের লিংকে সুবোধ...
https://web.facebook.com/pg/GoodSense.BD/

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

রবাহূত বলেছেন: অপেক্ষায়!

২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সুবোধ তুলেছে ঝড়
অকাল বোধনের ১৮র আগেই!
তখত তাউস কেঁপে কেঁপে উঠে তান্ডবে!
অথচ খালি হাতে- কেবল ট্রাফিক কন্ট্রোল!
এম্বুলেন্সের জণ্য খালি লেন!

হাতে যদি কিছূ থাকে কি হবে সুবোধ????

ভাবতেও হাসি পায়
হাহাহা পায় যে হাসি
ভগবান পড়বে ফাঁসি!

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

রবাহূত বলেছেন: সুবোধ আমাদের জাগিয়ে তুলুক!

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে সর্বোপরি সারা বিশ্বে আইনের অবনতি - !!!

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



রব+ আহূত = রবাহূত!!


হৈসে কি?

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

রবাহূত বলেছেন: রব শুনে আসে যে!

৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: সুবোধের হয়েছে কি? খালি খাউ কাউ করে!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাঙবে খাঁচা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.