নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

জয়-বাংলা শেঠ

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০



আমি বোকা লোক বেশী বুঝি না, কেউ একটু সাহায্য করতে পারবেন?

এইযে যুবলীগের খান কয়েক টাকি-পুঁটি ধরা পড়লো, সেটি নাকি পিএম এর নির্দেশেই হয়েছে। ধন্যবাদ পিএম কে। উনি কয়েকদিন আগেই ইংগিত দিয়েছিলেন, কাগজে পড়েছিলাম। এখন আমার বোকা বোকা প্রশ্ন, পিএম নিশ্চয়ই ক্লাব পাড়ায় যেয়ে এদের কীর্তি দেখে সিদ্ধান্ত নেননি, তাহলে উনি কিভাবে জানলেন ক্যাসিনো চালু হয়ে গেছে?

ও হো বুঝেছি! উনার চৌকশ গোয়েন্দারা উনাকে তথ্য দিয়েছেন! সাধুবাদ জানাই তাঁদের। কিন্তু... ভানুর মত আমার বলতে ইচ্ছা করছে “তাইলে আমার একখান কথা আছে”... যদি গোয়েন্দারা উনাকে জানায় তবে সেটি কবে জানিয়েছিল? এখন, গরম গরম, শোভন-রাব্বানির মামুলি চাঁদাবাজির পর-পর নাকি আরও আগে? যদি গরম গরম রিপোর্ট যায় “তাইলে আমার একখান কথা আছে”... এতদিন জানায় নাই ক্যান?

যদি আগেই জানিয়ে থাকে তাহলে পিএম এর নির্দেশ এতদিনে এলো কেন? কিছুই বুঝে উঠতে পারছি না।
যাক সব দোষ বিএনপির তারাই সব শিখায়া-পড়ায়া দেয় আর সবাই চুরি-চামারি এসব করে, এরা সব কোমল মতি “সরল বিশ্বাসে” ক্যাসিনো চালায় সরল বিশ্বাসে “ফেয়ার শেয়ার” চায়।

যাক মহামতি হানিফ (যিনি মুখ খুললেই আবর্জনা বের হয়) বলেছেন “জিয়া নাকি জুয়ার প্রচলন করেছিলেন”, তাইলে আবার আমার একখান কথা আছে, এত দিন আপনারা তাইলে কি করছিলেন? “আঙ্গুল চুষছিলেন”?

এদের এসব দেখে রাজাকার লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এর “পূর্ব-পশ্চিম” এর কিছু কথা মনে পড়ে গেল। যা খুশী তা লিখে গেছে লোকটা, কে ভাষানির সভা পণ্ড করলো পেটোয়া বাহিনী লাগিয়ে (বাংলাদেশের প্রথম রাজনইতিক-প্রতিহিংসা পরায়ণ আক্রমণের নজীর এটি), ইত্যাদি ইত্যাদি, এগুলো মদ-জুয়ার সাথে সম্পর্ক যুক্ত নয়। বরং এ প্রসঙ্গে উনি লিখেছিলেন, তখন নাকি কলকাতার বড় বড় হোটেলের বারে পূর্ব বঙ্গের তৎকালীন খালেদ-সম্রাট-শোভন-রাব্বানিরা ইচ্ছা মত টাকা উড়াত, পুরো বার বুকিং দিয়ে ইচ্ছা মত ফুরতি করত, বয়-বেয়ারারাও খুশী হত মাতাল শেঠরা হাত খুলে টিপস দিত (নিজের টাকা নাতো তাই), এই সব বিলাসী যোদ্ধাদের তারা নাম দিয়েছিলো “জয়-বাংলা শেঠ”, আজকে এই খালেদ-সম্রাট-শোভন-রাব্বানি-জিকে এদের দেখে মনে হচ্ছে, আসলেই সুনীল বোধহয় মিথ্যা লেখেন নাই সেই জয়-বাংলা শেঠদের আমরা আজকে আবার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিভাবে তারা টাকা বানাচ্ছে, কিভাবে টাকা উড়াচ্ছে। আমাদের ইংরেজি পড়া অর্থমন্ত্রী তাঁর পদে থাকলে অবশ্য বলতেন এগুলো কোন টাকা হল?! আসলেই তো এগুলো কোন টাকা হল? এরা তো তস্য তস্য পাতি নেতা, তাহলে ধারিরা কি করছে? কত টাকা চুরি করছে তারা? অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত্য, মধ্য, পরার্ধ কত কত টাকা হলে আমরা হিসাব চাইব? আমাদের হিস্যা চাইব? কত টাকা পাচার হলে আমরা গর্জে উঠবো? জানি আমরাই চুপ থাকবো আর নির্লজ্জ লোকেদের আস্ফালন দেখব।

পুনশ্চঃ সুনীল গঙ্গোপাধ্যায় এর মরণোত্তর বিচার সময়ের দাবী!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ বদলায়, সময় বদলায়,
লুটপাটের ধরন আর ভোগের ধরনো পাল্টেছে!

শুধু খাসলতটা পাল্টায়নি! জয় বাংলা শেঠরা তখনো যেমন ছিল এখনো তেমনি আছে!
শঠতা, মিথ্যা, চেতনার আফিমবাজি, গলাবাজি!

ভানুর মতো আমারো একখান কথা ছেল- শ্লা বিমপিরা তো চুর! তাগোরে চুর চুর কইরা খেদাইলি!
অখনতো দেখি জয়বাংলার তেনারা তো চুর না তেনারা ডাকাত!!!!!!!!!!!!!
অখন জাতির কি হপে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

রবাহূত বলেছেন: সব চোর, হাওয়া ভবন যায় , বালিস আসে, ক্যাসিনো আসে!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



পিএম অবশ্যই পিএম'এর অংশ বুঝতেছেন, আপনি আপনার মতো বুঝেন! আপনি পিএম হলে, পিএম'এর অংশও বুঝতে পারবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রবাহূত বলেছেন: আহা হা! সাধু সাধু! সবাই কে পি এম হতে হবে? আমি তো বললাম ভাই আমি বোকা লোক, ধ্মকা ধমকই না করে যদি একটু বুঝায়া বলতেন, বুঝতাম!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক সিনিয়র ব্লগার, ভালো লিখেছেন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: সুনীল একজন গ্রেট রাইটার। সুনীল একজন গ্রেট রাইটার। সুনীল একজন গ্রেট রাইটার।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, সম্ভব হলে ৩নং মন্তব্য ও এই মন্তব্যটা মুছে দেবেন; ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৭

রবাহূত বলেছেন: ডান! থ্যাঙ্কস!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


সব প্যাটার্ণ বলছে যে, শেখ হাসিনা শুধুমাত্র একক সিদ্ধান্তে দেশ চালান; উনার দরকার ছিলো চিন্তাশীল, দীর্ঘযমেয়াদী প্ল্যানের লোকজন; উনি কাউকে বিশ্বাস করেন বলে মনে হয় না।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: অনেক দিন ব্লগে পেলাম, কেমন আছেন? পুরোনোদের না পেলে মাঝে মাঝে তাদের জন্য মন খারাপ লাগে, তাদের মধ্য আপনি একজন।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৮

রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই! আমি চিরকালই সব কিছুতেই অনিয়মিত!

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩১

বলেছেন: ""জয় বাংলা শেঠ "" এই শ্লোগানে মুখরিত হোক আজ।।।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কমলার বনবাসের রিহেসাল মাত্র পুরো বিনোদন পাবেন না। আরো দেখতে হবে মঞ্চস্থ হতে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

রবাহূত বলেছেন: ঠিক বলেছেন!

১০| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




জয় বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ।
এ্যারিও আন্মের নতুন লেখা কুনাই? (আপনার নতুন লেখা কোথায়)

০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:০৬

রবাহূত বলেছেন: এই যে ভাই আজকে একটা পোস্ট দিচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.