নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীচের জায়গা গুলিতে টেস্ট করা হয়, সেখানে টেস্ট করে রিপোর্ট নিতে হবে।
ঢাকার ভিতর:
1. Institute of Epidemiology Disease Control & Research (IEDCR), Mohakhali, Dhaka;
2. Institute of Public Health (IPH), Mohakhali, Dhaka;
3. International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (Icddr,b) Mohakhali, Dhaka; 4. Armed Forces Institute of Pathology (AFIP), Cantonment, Dhaka (for personnel of Armed Force).
5. Child Health and Research Foundation (CHRF), Dhaka Shishu Hospital (DSH), Sher-e-Bangla Nagar, Dhaka;
6. Dhaka Medical College, Dhaka
7. Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU), Shahabag, Dhaka;
8. Institute for Development of Science and Health Initiative (ideSHi), Mohakhali, Dhaka;
9. National Institute of Laboratory Medicine, Agargaon, Dhaka;
ঢাকার বাইরে:
1. Cox’s Bazar (IEDCR field Lab)
2. Rangpur Medical College;
3. Rajshahi Medical College-Rajshahi;
4. Mymensingh Medical College;
5. Bangladesh Institute of Tropical and Infectious Disease (BITID), Fouzderhat, Chattogram;
রিপোর্ট নিয়ে যেসব হাসপাতালে করোনা ইউনিট আছে বা করোনা রোগীদের ভর্তি নেয় সেসব জায়গায় ভর্তি হতে হবে।
জরুরী ফোন নাম্বার গুলি এখানে দিয়ে দিচ্ছিঃ
1. IEDCR HOTLINE: 01944333222
2. KURMITOLA CONTROLE ROOM: 0195862817
3. KUWET MOITRI CONTROL ROOM: 01830769803
4. KUWET MOITRI SUPERINTEND : 01711307069
5. AMBULENCE BHAI: 01877977100
6. CMH : CORONA UNIT :
MEDICAL ASSISTANT- 01769014564,
DOCTOR-01769014562,
7. SENA SHASTHA SEBA : 09602717171.
8. MOHAKHALI DOHS MI ROOM:
DR. ATAUR RAHMAN MBBS-01972151784, 9836614,
9836615, 9836616, EXT-118 & 119
9. KURMITOLA GEN HOSPITAL : 55062350, 01557247707
10. BSMMU: 01406426441
11. KUWAIT MAITREE GENERAL HOSPITAL : 01999956290
12. FOR ABLUTION OF DEAD BODY BY CORONA VIRUS.
I. ALAM SOCIAL WELFARE ORG : 01705066728
II. MARKAZUL ISLAM : 01818732905, 02-8114980
তারপর আল্লাহ্ ভরসা করে একে একে নাম্বার এ ট্রাই করেন কেউ না কেউ হেল্প করবে। যেখানেই টেস্ট হউক সেটা প্রশাসনের কাছে চলে যাবে, তাঁরা লক ডাউন করার কাজটি সুন্দর করে করে ফেলবেন। এর জন্য প্রয়োজনে ৯৯৯ এ ও কল দিয়ে জানিয়ে রাখতে পারেন। হাসপাতালে যাবার কোন উপায় না থাকলে এ্যাম্বুলেন্স ভাই কে কল করুন।
কারো পজেটিভ হলেই মারা যাবেন বা শ্বাস কষ্ট হবে এমন কিন্তু না, যদি বাসায় আইসোলেশনে থাকা সম্ভব, পরিবারের সবার বিপদ না ঘটিয়ে তাই করা উচিৎ। যদি শ্বাস কষ্ট বা সিম্পটম প্রকট হয় তখন হাসপাতালে যাবার কথা চিন্তা করবেন।
হাসপাতালে যাবার সময় নিজের প্লেট, গ্লাস, বাটি চামচ, খাবার, মাস্ক, গ্লাভস, প্লেট,মশারী, নিজের প্রয়োজনীয় সবকিছু (ব্রাশ, পেস্ট, সাবান) এসব সাথে করে নিয়ে যাবেন। এগুলোর অপ্রতুলতা কিংবা পেতে সমস্যা হবে হাসপাতালে। এই অবস্থায় ডেঙ্গি, চিকুনগুনিয়া বিপদ আরও বাড়াতে পারে, তাই মশারী ব্যবহার করা খুব দরকার।
এর বাইরে আরও কোন তথ্য বা পরামর্শ থাকলে কমেন্টে দিয়ে দিন প্লীজ।
ভয় পাওয়া চলবে না, ভয় পেলে ইমিউন পাওয়ার ঝামেলা করবে আর দুষ্টু কোভিড লাই পেয়ে যাবে।
আসুস্থ্য হওয়া চলবে না, সোশ্যাল ডিসটেন্স মেইন টেইন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পুলিশের কথা মেনে চলুন। এর বিকল্প নেই। ওষুধ এখুনি পাচ্ছেন না। খাবার রেশনিং করুন। পিকনিক মুড অফ করে দিন কিন্তু হাসি খুশী থাকুন।
আর ভুলেও ইথানলের ভাপ নিবার কথা চিন্তা করবেন না, বা জ্যনাল হাজারির বুদ্ধিমত ফুস্ফুস খুলে এলকোহল দিয়ে ধুতে যাবেন না, মানে কোন টোটকা এপ্লাই করে নিশ্চিত হয়ে বসে থাকবেন না।
প্রচুর মানুষ বুক চিতিয়ে আপনার জন্য কাজ করছে আপনি শুধু ঘরে থাকুন আল্লাহর ওয়াস্তে।
সুদিন অপেক্ষায়, শুভ নববর্ষ!
২| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬
আমি তুমি আমরা বলেছেন: তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ পোস্টটিতে ভাল লাগা রইল।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের এই কঠিন ভাইরাস থেকে মুক্তি দিক। দ্রুত।