নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক ডাউনের শুনলে কথা, গায়ে উঠে জ্বালা
আমার রাস্তা আমার পাড়া, আটকায় কোন শালা।
আর কাঁহাতক বন্দী বল, থাকতে পারি ঘরে
পাশের বাড়ীর জড়ি ছাদে, উঠবে খানিক পরে।
মা ঘুমিয়ে, বাবাও খুবি, নাক ডাকিয়ে শুয়ে
এমন সুযোগ আর পাবো না, মিলবে দু’য়ে দু’য়ে।
মোড়ের থেকে খুব কিলিয়ার, জড়ির দেখা পাবো
“থাকবো নাকো বদ্ধ ঘরে”, বাইরে যাবোই যাব।
রাস্তা ফাঁকা দুয়েকটা খুব, ষণ্ডা মার্কা ছেলে
থোরাই কেয়ার লক ডাউনে, ভরলে ভরুক জেলে।
পাড়ার কাগু মাস্ক ছাড়াই, দিচ্ছে টহল ভারী
আর সকলে আঁটকে কপাট, যেন কার্ফু জারি।
জড়িও দেখি উঠেনি আজ, আটকে লক ডাউনেতে
দাঁড়িয়ে থাকি একাই আমি,পাশের যাত্রী ছাউনিতে।
এমন সময় কোত্থেকে হায়, যত হতচ্ছাড়া
বাগীয়ে লাঠি আসছে তেড়ে, জংলী পোশাক পড়া।
“ও বাবা গো” বলে কাগু, বাতের ব্যাথা ভুলে
ষণ্ডা যত পাড়ার ছেলে, তাদের পিছে ফেলে।
সব গুলি হায় কই পালালো, আমিই একা চিপায়
রাম ঠেঙ্গানি একেই বলে, চরম ব্যাথা দু’পায়।
এটুকুতেও মন ভরে’নি, বলব কি আর লজ্জা
এক হারামি হিন্দী বলে, “মুর্গা বানে রাহো”!
পা মুড়িয়ে কানে যখন হাত দুখানা ধরি
এমন সময় কোত্থেকে হায়, উঠল ছাদে জড়ি!
ঘাট হয়েছে মাফ করে দে, ও’ভাই পায়ে পরি
লক ডাউনে আর কখন, বের হবনা ভারি!
২১/০৪/২০২০
২| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪
নেওয়াজ আলি বলেছেন: Excellent
৩| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: সময়ের ছড়া, বেশ ভাল লাগল ।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা। ভালো।