নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

কবরে জেগে, আছে যে প্রাণ

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

পাঁচটি তরুণ, প্রানের করুন
রক্তে ভিজে মাটি,
“বাঁশখালী” নাম রইবে মনে
কসম খোদার কাটি।
আজ সকালে কাগজে লিখেছে
পাঁচ হয়ে গেছে দশ
জানি না কোন মন্ত্র পুজারীর
আমরা হয়েছি বশ।
রেজা রানি শুভ রাহাত রায়হান
অবুঝের নাম কাগজে
লেখা হয়ে আছে কালি ছাপা হয়ে,
বসে পড়ি ফাকা মগজে।

তারা বুঝেনি রাষ্ট্র দানব
এভাবে জাগতে পারে
বাঁশখালীতে কিশোর যুবারা
পাখির মত মরে।
খুব কী বেশী চেয়েছিল তারা
সেদিন মিছিল থেকে?
এতটুকুতেই এত রেগে গেলে!
ছুট বন্দুক হাতে হেকে!

রক্তের দাম এতটা শুন্য,
এতটাই গেছে নেমে
এখানে বুঝি আঁধার কালের
সময় গিয়েছে থেমে।
পহেলা মে'তে ফের দেখব
ভাষণ দিচ্ছ গলা কাপায়ে
থুথু দিবে সবে মনে মনে জেনো,
ঘ্রিনা বাড়ে সব ছাপায়ে।

আমর নীরব নিস্তব্ধতা যেন
আমারই কবর খুড়ছে
একই আগুনে তুমি আমিই নই
খোদার আরশও পুড়ছে।
পাপের হিসেব জমে জমে আজ দেখ,
হিমালয় সম হয়েছে
শেষ বিচারে, বিচার পাবে বলে তারা,
কবরেতে জেগে রয়েছে।
১৮/০৪/২০২১

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৯

অধীতি বলেছেন: পাখির মত তারা মারা যাবে। বকের পালের মত আবারো ঝাঁক আসবে বাশের নীড়ে।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

সিগনেচার নসিব বলেছেন: পাপের হিসেব জমে জমে আজ দেখ,
হিমালয় সম হয়েছে
শেষ বিচারে,বিচার পাবে বলে তারা,
কবরেতে জেগে রয়েছে।


চমৎকার লিখেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.