নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদেশেতে জানো তো খুব
ভুত দানোদের দাপট বেশী,
তোমার শুধু বেঁচে থাকা
এতেই তুমি থেকো খুশী।।
কোরমা পোলাও ঈদ পরবে
ওদের পাতেই থাকবে শুধু,
তোমার বেলা লবডংকা
থালা জূড়ে মরুর ধুধু।।
মরতে হবে সকাল বিকাল
চাঁদের বুড়ীর বিরাগ হলে,
কাটছে সুতো কুটিল জালের
খেয়াল হলেই তুলবে শুলে।।
কোটাল, উজির, নাজির যত
ঘুরছে শহর গঞ্জ জুড়ে,
কোথায় কে হায় আওয়াজ তোলে
ওমনি তাকে মুখে পুরে।।
এক গেরাসেই ফেলবে গিলে
এমন বড় "হা" মুখ করে।
তক্কে থাকে কখন কাকে
জামিন ছাড়াই জেলে ভরে।।
সে দেশেতে আঁকলে ছবি
তুলির আঁচড় কেড়ে নিবে,
পিটিয়ে নলির হাড্ডি খুলে
তোমার হাতেই ধরিয়ে দিবে।।
লিখলে পরে শ্লেট বা খাতায়
চোখের জলের কাব্য কথা,
তোমার ব্যথা স্তব্ধ হবে
ব্যবস্থাটা নিবে যথা।।
রুপকথাতেও এমন দেশটি
পাবে না হায় খুঁজে কোথা
বলব কথা এসব নিয়ে
আমার ঘারে ক'টি মাথা।।
তোমরা যারা ছোট্ট শিশু
রুপকথাতেই ঘুমিয়ে থেকো
চুপকথারই দেশে তুমি
জেগে থেকেই স্বপ্ন দেখো।।
স্বপ্ন নিছক কল্পনা হায়
সুতোর জালের মায়ার ফোঁড়ে,
কেউ জেগ না হঠাৎ করে
ঘুমিয়ে থেকো ঘুমের ঘোরে।।
১৮/০৫/২০২১
[শিশুতোষ রুপকথা, সব কাল্পনিক,
শিশুদের ঘুম পাড়ানি ছড়া]
১৯ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯
রবাহূত বলেছেন: থ্যানক ইউ!
২| ১৯ শে মে, ২০২১ রাত ১২:০৮
শায়মা বলেছেন: ভাইয়া ঈদ মুবারাক।
খুবই সুন্দর ঘুম পাড়ানিয়া কবিতা।
কিন্তু কত ঘুমাবে বেবিরা?
এত ঘুমালে কি চলবে ?? তাই জেগে ওঠার ছড়াও লিখে দিও ভাইয়ামনি!
১৯ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯
রবাহূত বলেছেন: এই মেয়ে তোমাকে পাই না, আমার "যাদূর শহর" কবে বই হয়ে বের হয়েছে। শিখা আপার কাছে তোমার খোঁজ করেছি। তুমি প্রথম যে "বই" এর কথা বলেছিলে। জানি না বইটা পেয়েছো কিনা। থ্যানক ইউ। খুব ভাল থাক ভাই।
৩| ১৯ শে মে, ২০২১ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছড়া
১৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫১
রবাহূত বলেছেন: থ্যানক ইউ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২১ রাত ১২:০৬
শোভন শামস বলেছেন: সুন্দর লেখা, ভালো লেগেছে, শুভ কামনা।