নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেরুদা মাখিয়ে ছিলেন নীল
হাস্পাতালের দেওয়ালে
আর আকাশের গম্বুজে।
বুলেট কখনও শব্দ মুছতে পারে না।
মৃত্যু আসে ভুল নামের সড়কে
পরদিনের কাগজের ভুল হেডিংয়ে।
লোরকা তাই,
আজো শব্দ,
আজো কবিতা,
আজো বিপ্লব!
ফ্রাঙ্কোর বুলেটে শব্দের মৃত্যু হয় না
ড্যানডেলিয়নের হলুদ এত টুকু ম্লান হয় না।
শব্দরা থামেনা!
তারা কবিতা হয়!
তারা বিপ্লব হয়!
আকাশের গম্বুজ আরও নীল হয়!
[কাল ৫' জুন প্রিয় কবি লোরকার জন্মদিন, মাত্র ৩৮ টি বছর বেঁচে ছিলেন, ফ্যাসিস্টদের হাতে খুন হন, ফ্যাসিস্টরা এভাবে সব থামাতে চায়!এভাবেই কি সব থামে?]
©somewhere in net ltd.