নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

বড়দের রুপকথা

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩

চুপ কথার দেশেও জেনো
সাগর, নদী, পাহাড় আছে,
নিরব হাওয়া নালিশ করে
সাগরকে খুব কাছে ডেকে।

হাওয়া হাওয়ায় মিশে আছে
কান্না সবার রক্ত রাঙা,
শব্দ গোপন কেউ শুনে না
শুনে শুধু ঢেউ এর ভাঙা।

দেও দানোরা ঘুরে কেবল
আজব দেশের ডালে ডালে
প্রজাপতির পাখা আলোয়
ঝলসে তারা চুরুট জ্বালে।

রক্ত তাজা গেলাশ ভরে
সকাল বেলার তিয়াশ মিটায়,
খোয়াড়ী না ভেঙেই তারা
রোঁদে বেড়োয় খ্যাংরা ঝেঁটায়।

চুপ সাওয়ারী, বাজারু সব
নিরব কাজে ব্যস্ত সবে,
কান্না গলায় আটকে শিশু
মা গেছে হায় সেই না কবে।

এই দেশেতে কাঁদতে মানা
হাসতে মানা তোমার আমার,
কান্না হাসি সব নিয়েছে
গায়ের জোরে চন্ড চামার।

সে ভয়ানক দেশের পাশেই
উজান দেশের রাজ্যবটে,
চাঁদের বুড়ী, উজান রাজা
আঁকেন ছবি একই পটে।

শনের চুলের চাঁদের বুড়ি
চুপ কথার এই দেশের রানী,
মুক্ত মালায় নর করোটি
আস্তাকুঁড়ে মুখের বানী।

তাদের হাসি খুশী মজা
এক সুতোতে বাঁধা আছে,
শুক-সারি য্যান এক ডালেতে
আর সকলেই ফালতু মিছে।

সেই উজানের দেশের রাজা
নদীর জলে নৌকা ভাসান,
নদীর স্রোতে ভাটির টানে
ভাসে না খুব নৌকা ক'খান।

জলে তো আর নাও ভাসে না
উজির নাজির সব তটস্ত,
উজান রাজের রাগ ভয়ানক
যাত্রা সবার হায় অগস্ত্য।

উজান রাজার রাগের কথা
চাঁদের বুড়ীর আসলে কানে,
“সবার ঘটি থাকুক খালি
জল যাবে সব উজান পানে”।

এই হুকুমেই গাঙের পানি
সবার জন্য হয় নিষিদ্ধ,
সবাই নিরব তিয়াস বুকে
শিশু জোয়ান কি হায় বৃদ্ধ!

তাঁদের কথা কান্না হয়ে
হাওয়ায় হাওয়ায় যায় সাগরে,
জলের সাথে কান্না মিশে
সাগর জলের নোনা বাড়ে।

হঠাৎ অবাক যুবক একা
বুকে ফুলিয়ে প্রশ্ন তুলে,
ওমনি চ্যালা দেও দানোরা
চাবকে পিঠের চামড়া তুলে।

সাহস কত প্রশ্ন তুলে
ইদুর বাদুর সব নোংরা তোরা,
মুখ বুজে থাক নর্দমাতে
নইলে মরবি, হবি খোড়া।

যুবক ছেলের মৃত্যু দেখে
কবির চোখে রক্ত ঝড়ে,
রক্ত দিয়ে শব্দ লিখে
আমরা নিরব আছি জেগে।

জেগে চেয়েই দেখব কবে
ফিনিক্স পাখির জন্ম হবে,
পাখির আগুন ডানার ঝড়ে
চাঁদের বুড়ীর মৃত্যু হবে।

হাজার শব্দ অভিশাপের
কান্না বরফ ছুরি হয়ে,
বধিবে কাল প্রান ভোমরা
আর কত হায় যাবে সয়ে।

সেই যুবকের ছবি এঁকে
দেয়াল সবার যাবে ভরে
ভালোবাসার আঁকা ছবি
বুকে সবাই রাখবে ধরে।

কবি হয়তো নাই আর জেগে
নিরব শব্দ কালের স্রোতের,
আশা বুকে নতুন দিনের
নতুন সূর্য নতুন প্রাতের।

১৫/১২/২১

রোঁদ : নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দেওয়া।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫

রবাহূত বলেছেন: Thank you dear!

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:১৮

জগতারন বলেছেন: সুন্দর !

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫

রবাহূত বলেছেন: Thank you!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.