![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ঝাঁক মেঘ এসে ঢেকে দেয়, সবুজ অরন্য!
মাতাল হয়.... থেমে থাকা সমুদ্র ঢেউ!
লোনা জলে কেঁপে ওঠে সফেদ আবেগ !!!
মেঘ;
নেমে আসে বৃষ্টি হয়ে প্রেমের মতন ,
ছুয়ে দেয় মাতাল আবেগ....
কবিতা তখন সাদা খাতায় আচড় কাটে...
২| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৪
রোবায়দা বলেছেন: অনেক বেশি ধন্যবাদ আপনাকে......... আপনার মন্তব্য প্রেরনা হয়ে থাকবে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৫ সকাল ১১:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার প্রথম পোস্টে প্রথম ভাল লাগা আমার পক্ষ থেকে।
ভাল থাকুন নিরন্তন, শুভ ব্লগিং