![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নলডাঁঙা বিলের পাশে,
হিজল বনের বিজন ছায়ায়,
আমার কুঁড়ে ণিবাস ছিলো!!
বাঁনের জলে, জোয়ার জলে
তোমার আমার বসত ছিলো
সেথায়, সুখের পালে পবন ছিলো!!
শাপলা, শালুক, টেংরা খেয়ে
ভালোবাসার শোলক বুনে
বেঁচে থাকার মানে ছিলো।
সেথায়, সাঁঝের রাতে জোনাক জ্বেলে
হিজল ফুলের সিদুর পড়ে
লজ্বা নিয়ে তোমায় চোখে,
নিজের ছবি দেখার মাঝে
পবিত্র এক প্রেম ছিলো.......
এখন ভিষণ অট্রালিকায়
বছর জুড়ে বসন্ত থাকে....
বিজলিবাতির ঝিলিক দেখে
জোনাকিরা ডুকরে কাঁদে,
পুরোনো সেই তুমি আছো
আমিও বেশ পুরোন আজ!!
আভিজাত্যের কঠিন দেয়ালে
প্রেম হয়েছে কবেই ফেরার।
২| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৫৭
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ভালো হয়েছে। তবে নিচের দুটি লাইনের জায়গায় যদি এ রকম হতো-
তোমার আমার মাঝে এখন
আভিজাত্যের কঠিন দেয়াল,
ভালোবাসার স্মৃতির পটে
এখন সব-ই সম্মৃতির খেয়াল।
(মনে হয় ভে্টো মারা ঠিক হলো না। কারণ কবি যা লেখে তাই ঠিক)
৩| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৮
রোবায়দা বলেছেন: হুমমম আপনার লাইন দুটি বেশ লাগলো,,,,,,,,,,,,,,,,,,,
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৭
ফেরেশতা বলছি বলেছেন: বাহ! ভালো লাগলো লেখাটি।