![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরা যাক নাম তার "অভাগা" । ভাগ্য পরিবর্তনের আশায় এজেন্সীর সাহায্যে মালেশিয়ার এক বিখ্যাত ইউনিভার্সিটিতে ভর্তি হলো । ছাত্র অবস্থায় পার্ট টাইম চাকরিতে মাসে লক্ষ টাকা আয়ের সুযোগ , আবার পাশ করলেই মিলবে কোটি টাকার চাকরি । এজেন্সী এত বড় উপকারের বিনিময়ে নিল মাত্র ২.৫ লক্ষ্ টাকা ।
....
"অভাগা" মালেশিয়াতে এয়ারপোর্ট এ নামল । ইউনিভার্সিটির ভাড়া করা বাড়ি (যাকে তারা হোস্টেল বলে ) তে আরো ৫ জন ছাত্রের সাথে থাকার ব্যবস্থা হলো । তার সেই বিখ্যাত ইউনিভার্সিটি আবার এক ভাড়া করা বিল্ডিং এর দুই ফ্লোর নিয়ে তৈরী ।
....
"অভাগা" পার্ট টাইম কাজ করতে গেলেই পুলিশ তাড়া করে । "অভাগা" এখন মানুষের কাছ থেকে ২০০-১০০ রিংগিত ধার করে পেট চালায় ।
হইতোবা টিউশন ফী না দিতে পেরে তার ভিসা বাতিল হয়ে যাবে এবং পুলিশ কিছুদিন জেলে রেখে দেশে ফেরত পাঠাবে ।
....
এইসব "অভাগা" যখন এজেন্সীর খপ্পরে পা দিয়ে ফেলে , তখন আমরা যারা এখানে থাকি তাদের পক্ষে সামান্য কিছু অর্থ সাহায্য ছাড়া কিছুই করার থাকে না ।
মালেশিয়া একটি স্বন্পের দেশ ; সঠিক তথ্য আর সঠিক নিয়মে আসলে এইসব নাম না জানা তরুনদের "অভাগা" হতে হয় না এবং দেশের ভাবমূর্তিও নষ্ট হয়না ।
তাই আমরা মালয়েশিয়া প্রবাসীরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের নিচের গ্রুপ এ সাহায্য করে থাকি । আপনার বন্ধুদের এই গ্রুপ-এ মেম্বার বানিয়ে তাদের "অভাগা" হওয়ার হাত থেকে বাঁচান ।
https://www.facebook.com/groups/studyinmalaysia.info/
©somewhere in net ltd.