নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা…..ভালবাসি

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

ভালোবাসা…..ভালবাসি

By…. নিশিথের নিশাকর



“ভালোবাসা সমস্ত মানুষের মনে একক ভাবে জায়গা করে আছে।পৃথিবীর সব থেকে দুঃখীর মনেও এর বিচরণ।তারই একটু কথা বলার জন্য অনিচ্ছাকৃত ভাবে বসলাম কী বোর্ডের সামনে।মৌ আলালের ঘরের দুলালী আর রবি মধ্যবিত্ত ঘরের ছেলে”।



লাবনী রেস্টুরেন্টের সামনে..................

: সরি, সরি, সরি।জানো তো আজ অবরোধ রাস্তায় কিছুই পাচ্ছিলাম না।তাই আসতে দেরি হল।প্লিজ, চল ভেতরে গিয়ে বসি।

মৌয়ের হাসিতে অপেক্ষা করার যন্ত্রণা ভুলে গেল রবি।(লাবনী চাইনিজ রেস্টুরেন্ট,নবীনগর) রেস্টুরেন্টে আগেই সিট বুক করে রেখেছে।আর অপেক্ষা না করে সেখানে গিয়ে বসল দুজনে।একটু পর ওয়েটার এসে অর্ডার নিয়ে গেলো।খাবার আসতে কম পক্ষে ত্রিশ মিনিট লাগবে।ব্যাপক ফাস্ট কাজ করে এরা।

রবি এই সময়ে মৌয়ের সামনে এক তোরা রজনীগন্ধা তুলে ধরল।বলল-তুমি আমার জীবন বাঁচার অক্সিজেন, আমার প্রেরণা, আমার পুরো পৃথিবী।

রবির কথায় আবেগাপ্লুত হয়ে গেল মৌ।উত্তরে সে বলল- “তুমিও আমার জীবন রবি”।

রবি বলল-তুমি যদি নাও বল।তোমার মনের সকল কথা আর ব্যথা আমি অনুধাবন করতে পারি।এটা সম্ভব হয়েছে শুধু তোমার প্রতি আমার অবাধ্য ভালবাসার জন্য।

মৌ বলল- তা আর বলতে!তোমার-আমার প্রেম মানব জাতি মনে রাখবে।যেমন রেখেছে লাইলি-মজনুর প্রেম।সবাই একদিন গর্ব করে বলবে আমাদের প্রেম কাহিনী।

রবি বলল- আমি তা জানি সোনা।শোন মানুষ ভাগ্যবান হতে পারে আমি তাই হয়েছি, তবুও,

ঠিক এই মুহূর্তে, সারা পৃথিবীতে একমাত্র তুমিই একজন যার উপর আমি নির্ভর করতে পারি।হয়তো তোমায় শাহজাহানের মত তাজমহল বানিয়ে দিতে পারবো না আর সে ক্ষমতাও আমার নেই।তবে পৃথিবীর সবার থেকে বেশি ভালবাসা দিতে পারবো।আমার মত করে আর কেউ তোমাকে ভালবাসবে না।

মৌ বলল- সে তো আমিও তোমাকে প্রচণ্ড ভালবাসি।আমাদের ভালোবাসায় স্বার্থের জায়গা নেই।তোমার যা আছে তাতেই আমি খুশি।অতি লোভে তোমার ভালোবাসা হারাতে চাই না।কারন টাকা না থাকলে যেমন মানুষ থেকে অমানুষ হয় তেমন অধিক টাকাও মানুষকে অমানুষে পরিণত করে।





(বিঃ দ্রঃ পৃথিবীর এমন কিছু নেই যার জন্য এই সম্পর্ক ভেঙ্গে যাবে।এরা ভুল বুঝতেই ভুলে গেছে।দুজনের কোন কাজে একক কোন বাঁধা নেই।জিরো থেকে হিরো হওয়ার স্বপ্নে বিভোর তারা।সবাই দোয়া করবেন এদের জন্য।)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.