![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
অচেনা মেয়ে.........
লিখাঃ নিশিতের নিশাকর
তোমাকে কখনো দেখিনি, বলিনি অবাধ্য মনের মিনতির কথা।
সে খুব গোপনে তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে।
তুমি তো জানো না, আর বোঝার বিন্ধু পরিমান ইচ্ছাও নেই তোমার।
সে জন্য কোন অভিযোগ নেই তার।
মনের বাহিরে কখনো তার ছিলে না, হয়তো হবেও না।
তবুও কেন যেন আজ কষ্ট হচ্ছে, হয়তো এটা অপূর্ণতার আঘাত।
শূন্যতার মায়া কাটিয়ে পারেনি বলতে ভালবাসি তোমাকে।
তুমি কি কখনো এসেছ, তার কাছে?
আসলে বলতো- এতোটা কঠিন ভাবে কেন এলে।
তোমার উপস্থিতি বুঝতে খুব কষ্ট হয়, ঐ না আসার মতোই।
ওকে,
যেতে যখন হবে আর তাতেই যদি তোমার সুখ হয়, তবে যাও।
বলা হল না............
আমার এই বিশ্রামহীন ক্লান্ত মনের অসাধ্য সাধনের ব্যর্থ চেষ্টার কথা।
সে কখনো তোমাকে ভালবাসি বলবে না।
ভালোবাসার স্পর্ধা তার ছিল না, আর সম্ভবত হবেও না।
সে তোমাকে নিয়ে ভাবতে পারে, তার চেষ্টার শেষ সেখানেই।
তার মত বাঁধনহারা কখনো কাউকে সুখি করতে পারবে না।
তাই সে আজ নেমেছে রাজ পথের যাযাবরের মিছিলে।
©somewhere in net ltd.