![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
কিছু মানুষ জীবনে হারতে হারতে এক সময় এতো কঠিন হয়ে যায় যে, তার কাছে সব কিছুই ছলনার মনে হয়।সে আর কিছুতে বিশ্বাস করতে চায় না, হয়তো পারেও না।
এই বিশ্বাস হারাদের বোঝানো খুব কঠিন হয়ে যায়।
যদি সে নারী জাতের হয়, তবে তার কাছে তুমি মিথ্যে হয়ে যাবে।
সে তোমাকে তার অভিজ্ঞতা থেকে বিচার করবে।
অবশ্য সেটা তার ভুল নয়, কারন জীবনে এক ভুল দুবার করা ঠিক নয়।
সেও করতে চায় না...............।
লিখাঃ নিশীথের নিশাকর
©somewhere in net ltd.