নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন, পরিশ্রমী এবং ন্যায় পরায়ণ। কখনো কাউকে উপকার করতে না পারলেও ইচ্ছাকৃত কোন প্রকার ক্ষতি করিনা কখনো।

ফকির মোঃ রবিউল হাসান

দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি

ফকির মোঃ রবিউল হাসান › বিস্তারিত পোস্টঃ

একজন লাল বাহাদুর

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

শুনশান রেল স্টেশন। দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। এক বৃদ্ধা বসেই আছেন। জানেন না পরের ট্রেনটি আসবে পরের দিন।
এক কুলির নজর গেল সেদিকে।
- মাইজি, তুমি কোথায় যাবে?
- দিল্লি যাব বাবা ছেলের কাছে।
- আজকে তো ট্রেন আর নেই মাইজি।
বৃদ্ধার অসহায় দৃষ্টি।
কুলিটির বোধহয় দয়া হল।
- মাইজি তোমাকে ওয়েটিং রুমে রেখে আসি। আমার সঙ্গে চল।
- তাই চল বাবা। কি আর করব!
- তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে?
- হ্যাঁ বাবা।
- কি করে?
- রেলে কি যেন একটা কাজ করে!
- নামটা বল দেখি। যোগাযোগ করা যায় কিনা দেখছি।
- ও তো আমার লাল। সবাই ওকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকে যে।

তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেট মিনিস্টার। মুহূর্তের মধ্যে গোটা স্টেশন তোলপাড়। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সালুন। বৃদ্ধা অবাক। তাঁর ছেলের এত ক্ষমতা!
লাল বাহাদুর কিছুই জানতেন না। সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল।
পরিশেষে একটিই কথা, এমন মা না হলে অমন ছেলে হয় !
এই রকম নেতা এখন দুর্লভ, এরা ক্ষমতা প্রতিপত্তির জন্য পদে বসেন নি,এরাই পদকে অলংকৃত করেছেন।

'গল্পটা গল্প নয় একবারে সত্যি ঘটনা'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে রেলস্টেশন, বাস স্টেশন আর লঞ্চঘাট কখনই সুনসান থাকে না।

২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: থাকে ভাই যখন শেষ ট্রেন চলে যায় এবং আর কোন ট্রেনের শিডিউল না থকে তখন যাত্রী থাকেনা তাই তাকে সুনসান বলে। তবে ঘটনাটি কিন্তু সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.