![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
অনেকদিন পর পোস্ট লিখছি। আসলে অনেক দিন না, অনেক বছর। অফলাইনে পড়ি। কখনো লগিন করি। এককালে অনেক সময় কাটিয়েছি এখানে। আজকাল বড় অচেনা লাগে সবাইকে। সব কিছুকে। দোষ আমারি। বিভিন্ন ব্লগে ঘুরেছি। সামু, আমরাবন্ধু, চতুর্মাত্রিক।
এখনকার ব্লগারদের বেশীরভাগকেই আর চিনিনা।
আসেন বরং গান শুনি:
https://www.youtube.com/watch?v=VdZW64o9akg
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১১
রোবোট বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪০
কামাল১৮ বলেছেন: কয়েক দিন থাকলেই সবাইকে চিনে যাবেন। অভিক্ষ লোক বেশিদিন লাগবে না।
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১২
রোবোট বলেছেন: ধন্যবাদ। আমি চিনি অনেককেই। আমাকে কে চিনে?
৩| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৪১
এস এম মামুন অর রশীদ বলেছেন: স্বাগতম, পুনর্বার। এবার গোটা কয়েক পোস্ট দিয়ে ফেলুন তটজলদি।
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৩
রোবোট বলেছেন: জনাব, বলা সহজ, করা কঠিন। আমার কথা না, কবি বলেছেন।
৪| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪
ঢুকিচেপা বলেছেন: আপনার “তেমন কিছু না” থেকেই শুরু হোক নতুন করে পথচলা, সবাইকে পাশে পাবেন।
গান ভাল লেগেছে, শুভমিতা মানেই অন্যরকম গায়কী।
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৩
রোবোট বলেছেন: ধন্যবাদ। ঢুকিচেপা মানে কি?
৫| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২২
মেহবুবা বলেছেন: ব্লগের ব্যাপারে আমারো একই অবস্থা, সময় পাই না তবে পুরোন দের দেখলে এক রকম খুশী লাগে।
অনেক কে মিস করি, মন খারাপও হয় ।
নুশেরা, পারভেজ..... আরো কত কত জন !
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১১
রোবোট বলেছেন: হুমম, সেইসব দিন। সেইসব মানুষ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ব্লগে বসলে কেমন যেনো লাগে।
মনে হয় বাড়ি ফিরে গেছি। সবাইকে মনে পড়ে।
শুভেচ্ছা রোবোট।
২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭
রোবোট বলেছেন: মাঝে মাঝে খুব পুরনোদিনের কথা মনে পড়ে। পোস্টে-কমেন্টে কি দারুন সব দিন ছিলো।
৭| ৩০ শে মে, ২০২২ ভোর ৫:২৮
চাঙ্কু বলেছেন: আমারও একই অবস্থা!! এখন ব্লগে আসলেই অনেকেই চিনি না। তাই তুমি পোষ্ট দিছ দেখে ভালো লাগছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮
রোবোট বলেছেন: হুমায়া গেলাম।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: ব্লগে লিখতে গেলে ব্লগারদেরকে চিনতেই হবে, কিংবা ব্লগারদের আপনাকে চিনতে হবে, এমন কোন কথা নেই। লিখতে থাকুন; আশাকরি অবশ্যই পাঠক পাবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩
রোবোট বলেছেন: গনডারের হাসি আসতে লাগে ৭ দিন, উত্তর দিতে আমার লাগলো ১৪ মাস। এমন করলে কে পড়বে বলেন।
৯| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেশী বেশী লিখতে হবে।
পড়তে হবে তার চেয়েও ব্শেী।
০৭ ই মার্চ, ২০২৪ ভোর ৬:৫৩
রোবোট বলেছেন: পড়তে পড়তে তো দাঁত সব পড়ে গেলো। আর কত পড়বো?
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২১ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরে আসার জন্য স্বাগতম।