![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
১। মালয়শিয়া থেকে ৩৬ জন বাংলাদেশিকে জংগি সন্দেহে ফেরত পাঠানো হয়েছে। হায় হায়, আমরা তো জানতাম পৃথিবীতে জংগি বলে কিছু নাই, সব হাসিনা, ভারত আর মোসাদের বানানো। শেষকালে হাসিনা গিয়ে মালয়শিয়াতে ছড়ি ঘোরানো শুরু করলো।
২। আমেরিকাও দেখি বিএনপির সুরে যত তাড়াতাড়ি নিরবাচনের কথা বলছে। আগে জানতাম বিএনপি আমেরিকার কথায় চলে, এখন দেখি আমেরিকাই বিএনপির কথায় চলে।
৩। মাননীয় আসিফ নজরুল স্যার বলেছেন, ২৬ লাখ ভারতীয় অগাস্টে ফ্যাসিবাদী হাসিনার পতনের পর ভারত চলে গেছে। একটা গল্প মনে পড়লো। এক ছেলে সাদা কাগজ নিয়ে আর্ট টিচারকে জমা দিয়ে বলে, স্যার গরু ঘাস খাবার ছবি একেছি। টিচার বলে, গরু কৈ?
- স্যার গরুতো ঘাস খেয়ে চলে গেছে।
- তাহলে ঘাস কৈ?
- ঘাস তো স্যার গরু খেয়ে ফেলেছে।
৪। আরেক আসিফ স্যার এয়ারপোরটে গুলিগোলা নিয়ে প্লেনে উঠতে যাচ্ছিলেন। বেরসিক এক পুলিশ সেটা বের করে ফেললো চেকিংএর সময়। ভুলে মিসটেক হয়ে গেসে। চিন্তার কোনো কারণ নেই, আপনার ব্যাগেও যদি গোলাবারুদ পাওয়া যায়, আপনাকে আটকানো হবে না। বৈষম্য নাই কোনো।
৫। ইনকিলাব জিন্দাবাদ।
০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৮:১৮
রোবোট বলেছেন: আওয়ামীওয়ালারা বারোটা বাজাইসেন, এখন অন্যদের পালা
২| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:০০
বাকপ্রবাস বলেছেন: এলোমেলো কথাবার্তা, অবাস্তব ভাবনা-চিন্তা
০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৮:১৯
রোবোট বলেছেন: হ
৩| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা ...............
আপনি ব্লগে আছেন রোবোট!!
অনেক অনেক শুভকামনা রইল।
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৭
রোবোট বলেছেন: আসি মাঝে মাঝে। আপনি আগে অন্য নিকে আসতেন?
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫০
মানুষ বলেছেন: দেশ ও জাতি নিয়া ভাবনা চিন্তার সুইচ মেলা আগেই অফ করে দিছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:১৮
রোবোট বলেছেন: তাতো বুঝলাম। তবে তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেলো। পোস্টাইও মাঝে মাঝে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: জামাত শিবির এবং উপদেষ্টারা দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন।