![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
এক বিপ্লবী স্যার ব্লক করে দিসেন । ১৭ বছরের বলগ জীবনে পয়লা বার।আমার অপরাধ অনেক। উনি বলছেন, "আমরা হ্যান করেংগা, ত্যান করেংগা। " , আপনি আমরা বলতে কাকে বোঝান। দিলেন বলক মারিয়া। স্যারকে ধন্যবাদ হত্যা মামলা দেন নাই, বুলডোজার পাঠান নাই। স্যারের দয়ার শরীর।
২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:১৯
রোবোট বলেছেন: জুল... সাহেবের কথা বলি।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৫
রাজীব নুর বলেছেন: কে?? কার কথা বলছেন??
১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৮
রোবোট বলেছেন: জুল...
৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৮
কামাল১৮ বলেছেন: ব্লগে এমন অনেক ব্লগার আছে সত্যকথা শুনার মতো সাহস তাদের নাই তাই তারা ব্লক করে রক্ষা পেতে চান।
৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: কার কথা বললেন? বলে দিন না।
লুকিয়ে রাখার দরকার কি?
১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৯
রোবোট বলেছেন: কিছু কথা থাক না গুপন
৫| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৩
শ্রাবণধারা বলেছেন: খুব আশ্চর্য হয়েছিলাম, যখন দেখলাম তিনি আমাকে ব্লক করেছেন।
অথচ আমার ধারণা ছিল, আমি শুধু তার বয়সের কথা বিবেচনা করে ব্লগে বিভিন্ন সময়ে তার উদ্ভট চাপাবাজি, অসংবেদনশীল মনোভাব, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কর্কশ চেঁচামেচি ও উগ্রতা নীরবে উপেক্ষা করে গেছি।
২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:২০
রোবোট বলেছেন: জুল সাহেব আপনাকেও ঝুলিয়ে দিয়েছে?
৬| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: উহা কোন 'ষাঁড়'?
৭| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫১
জনারণ্যে একজন বলেছেন: খায়রুল আহসান বলেছেন: উহা কোন 'ষাঁড়'?
- 'ষাঁড়ের' পরিচয় জানলে আপনি লজ্জিত হবেন, কিন্তু স্বয়ং উনি লজ্জিত হবেন বলে মনে হয়না। কিছুদিন হলো উনি ওনার দু'কান কেটে ফেলে সদর্পে বিরাজ করছেন।
বেশিদিন আগের কথা নয়, বিড়ালের মতো মিউ মিউ করতেন এখানে। অভিমানবশতঃ কিছুদিনের জন্য এই প্লাটফর্মে গা ঢাকাও দিয়েছিলেন। ওনার পক্ষে ওকালতিও করেছিলাম আমি (লজ্জিত এখন এজন্য)। এখন সেই বিড়াল-অবয়বে বাঘের চামড়া পরে হুংকার ছাড়ছেন। বিগত বছরের অপ্রাপ্তি, বঞ্চনা ঘুচিয়ে নিতে মরিয়া উনি।
রোবট এবং আমার নিজেকে নিয়ে হালকার উপর ঝাপসা একটু চিন্তায় আছি। কখন না এই প্লাটফর্মে আমাদের জয় বাংলা করে দেন "মিস্টার ষাঁড়"।
৮| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জুল...
আমাকেও।
৯| ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩২
জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: জুল... সাহেবের কথা বলি।
@রোবোট, আই নো।
এখন আপনার মন্তব্য অনুযায়ী 'সাহেব' শব্দটার ডেফিনেশন চেঞ্জ করতে হবে। তবে আপনি যদি 'চামারের' প্রতিশব্দ হিসেবে 'সাহেব' ইউজ করতে চান, আমি একদমই আপত্তি করবো না।
১০| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪০
রোবোট বলেছেন: জুল সাহেব অনেক আগে (১২-১৩ বছর আগে) বাংলা ব্লগে আরো অনেক গ্যানজাম করেছিলেন যতদুর মনে পড়ে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫০
জনারণ্যে একজন বলেছেন: শুধু 'স্যার' সম্বোধনে ওনাকে অফমান করা হয়। 'মিস্টার স্যার' বলতে হবে ওনাকে।
আর 'মিস্টার স্যার' কে কখনোই ওনার ভুল ধরিয়ে দেবেন না। প্রাকৃতিক কর্ম সম্পাদনের পরেও উনি যদি পশ্চাৎদেশ ক্লিন করতে ভুইলা যান, ওনাকে কখনো মনে করিয়ে দেবেন ওই কাজ সম্পাদন করতে। মিস্টার স্যার একজন ভাবেই শুদ্ধ মানুষ, সব ধরণের ভুল-ত্রুটির উর্ধে।
এই দেশের জন্য মিস্টার স্যারের অবদান অনেক। আর উনি কিন্তু অপছন্দের মানুষকে এই প্লাটফর্মে 'জয় বাংলা' করতে মুহূর্ত দেরি করেন না, তাও আবার বুক ফুলিয়ে বলেন'ও। সুতরাং 'সহমত ভাই' হিসেবে থাকায় বেস্ট অপশন।
'জনাব মিস্টার স্যার' আবার সম্প্রদান কারকে এখানে হিতোপদেশ দিতে পছন্দ করেন। যেমন ধরুন আপনার শব্দ চয়ন কেমন হতে পারে। যদিও জনাবের নিজেরই শব্দ চয়ন এবং ভাষা প্রয়োগে গুরুতর সমস্যা আছে। মাগার ভুলেও ওটা আবার ওনাকে বলতে যাবেন না। এটা মনে করিয়ে দেয়াতে উনি যেমন আমাকেও 'বলক' করে রেখেছেন।
আর ও হ্যাঁ, মনে রাখবেন - জনাব মিস্টার স্যারের সাথে সব উচ্চ মার্গের মানুষের সহবাস থুক্কু উঠবস।
কুলিন শ্রেণীর মানুষ উনি। মাগার আচরণ চাঁড়ালের মতন -যদি 'সহমত ভাই' হতে না পারেন।