নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের মাঝে আমার চরণ .........

আমি একজন বাঙ্গালি রমনী.......

রকি সপ্নচারী

.......সুন্দর সময় সবার জন্য অপেক্ষা করে ....কেউ তা ডেকে আনে আর কেউ আনে না........

রকি সপ্নচারী › বিস্তারিত পোস্টঃ

পথ হারানো পথিক

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪১

জীবনের প্রতি মোড়ে ঘুড়ে দাড়িয়ে আবার নতুন ভাবে পথ চলা , সে বড় কঠিন আর জটিল । দূর্গম মনে হয় তখন সরল পথটিকেও ,একবার পথচ্যুত পথিক তাই তার সঠিক পথের সন্ধান পায় বহু কষ্টে ।। দৃষ্টিতে তার যতটুকু ধরে শুধু ধু ধু প্রান্তর চখে পড়ে ,মরিচিকা বারে বারে তার সনে ছলনায় মেতে উঠে ।প্রকৃ্তি যেন তার সাথে কোনো দুরভিসন্ধি করে । আনমনে তপ্ত সুর্য তার পানে চেয়ে পরিহাস করে।। এ যেন এক কঠিন ও তম কাজ ।সেই মহানের যেন এক জটিল হিসেব।তবুও পথিক চলে তার নব প্রেরনা নিয়ে আর প্রকৃতির অনবদ্য সৃষ্টির মাঝে হারিয়ে যায় । তবুও তার পথচলা থামে না ছুটে চলে অদিষ্টের সন্ধানে ,তার সাফল্যের দিশাকে ।ক্লান্ত দুচোখে সপ্নজাল বুনে,রং আর তুলিতে সাজায় তার কল্পতলাকে।পরিশ্রান্ত সে পথিক তবুও থামে নি ধীরে ধীরে এগিয়ে চলেছে , হয়ত কোনো একদিন খুজেঁ পাবে তার সেই পথকে ,সকল মুড়তাকে পিছনে রেখে তাই তার পথচলা ।আবার হয়ত থেমে যাবে তার চলার গতি ; নয়তো সে হারিয়ে যাবে চিরতরে ।।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

রিক্তম আভা বলেছেন: ভাই একটু system করে লিখলেই তো কবিতা হয়ে যেত........

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২

রকি সপ্নচারী বলেছেন: ভাই না বোন ......:-)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৩

বর্ণচোরা বলেছেন: দৃষ্টিতে তার যতটুকু ধরে শুধু ধু ধু প্রান্তর চখে পড়ে ,মরিচিকা বারে বারে তার সনে ছলনায় মেতে উঠে ...................

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৬

রকি সপ্নচারী বলেছেন: কি ভাইয়া ? বুঝলাম না তো।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩২

জামীর রাসেল বলেছেন: কিন্তু, পেছনে ফিরে তাকানোর সময় কী আদৌ হয়? আমার মত ক্লান্ত একজন যদি হারিয়েও যায়, পৃথিবীর জন্য এ আর তেমন কি! স্বপ্নচারী এতসব পরও আপনার আনন্দ বিলাস বা সপ্নের অনুসন্ধান আমাকে স্পর্শ করল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৭

রকি সপ্নচারী বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.