নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

নীলা তোমাকেই বলছি - ১

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আর কত পোড়াবে আমায় .... যাও চুপ হলাম - তাও তুমি ভাল থাক, আজ থেকে আর তোমায় জ্বালাবো না। আর লিখবো না কোন কথা।

আজ থেকে চুপ হলাম আর এখানে আসবো না...।

তাতে কার কি হবে -

তুমি তো খুশি -

তাতে তো তোমার চোখের পানি দেখতে হবে না। আমি চাই তুমি হাসি খুশি থাক সব সময়।

আমি চাই তুমি ভাল থাক সব সময়। এতটা সময়ের আধারে কখনও তোমাকে এতটুকু কাদাতে চাই নি। চেয়েছি তোমাকে শুধু মাত্র দেখতে। তুমি অনেক সুন্দর একজন মানুষ। তোমার ভেতরটা আমি জানি । তোমার মনের ভেতরটাই সব চেয়ে সুন্দর কারন তোমার মনের ভেতরে কোন দাগ নেই। আমার জন্য তোমার ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম অকৃতিম ভালবাসা। তোমার সাথে আমি কারউ তুলনা করতে পারবো না। তোমায় ছাড়া আমি কাউকে ভাবতেও পারবো না। আমার পুরাটা জুরে শুধুই তুমি আছ। আমার ভালবাসার অপারময় সৃতি শুধু তুমি। তোমার অপরিসিম ভালবাসার নিগ্ধতা আমায় নতুন করে বাচতে শিখিয়েছে। সেই তোমাকে এতটুকু সুখ কি আমি দিতে পারবো না। তোমার জন্য আমি যে কতটা সুখি তা আমার রোজকার হাস্যোজ্জল চেহারার সুন্দর হাসিতেই প্রকাশ পায়। আমি তোমাকে অন্ধভাবে ভালবাসি। তুমি আমার সেই স্বপ্নে দেখা সেই মেয়ে। তুমি আমার জীবন সাথী। আমার শরীরে যতটা সময় নি:শ্বাসের নদী বয়ে চলবে ততটা সময় আমি শুধুই তোমার। আমার আত্মা বলতে কোন অস্তিত্ব নেই যদি থাকে তা শুধুই তুমি বা তোমার। তোমার চোখ আমার সবচেয়ে পছন্দের - আমি তো বলি ওটাতো চোখ না সমুদ্র, সাদা আকাশের মাঝে কালো একটা বিত্ত। সেই আকাশটাকে আবৃত করে আছে দুটো পাখনা, যে পাখনা গুলো দিয়ে তুমি আমার মনের আকাশে উড়ে বেড়াও, আর আমি তা চেয়ে চেয়ে দেখে মুগ্ধ হয়। তলিয়ে যাই সমুদ্রে তোমার চোখের সমুদ্রে। তখন সেই সাদা আকাশটা হয়ে যায় নীল আর সেই অতল নীলের ভিতর কালো বৃত্তটাতে খুজে পেতে চাই আমার অস্তৃত্ত, দেখতে পাই আমায় সেখানে। যেন আমি বসে আছি ঠিক তোমারি সামনে। ভাবতে অবাক লাগে তুমি আমার প্রেমিকা। ভাবতে অবাক লাগে তুমি আমার বউ। সেই তোমাকে কি আমি অসুখি করতে পারি। কখনো না। তোমার সুখের জন্য তো আমি আমার নিজের জীবন দিয়ে দিতে পারি। কি বিশ্বাস হয় না তোমার। একদিন দেখবে আমি চলে যাব তোমায় ছেড়ে শুধু মাত্র তোমার সুখের জন্য। ভাল থেকো আমার জান মন প্রান, আমি তোমাকে অসুখি দেখতে পারবো না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

কিঞ্চিৎ এডিটেড মনে হয় ... এতটুকু তো ছিল না!


লিখা বন্ধ করলেও উনি যে আসলে খুশিই হবেন তার নিশ্চয়তা কি! :||

২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.