নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

ইমার কাহিনি শেষ না হতেই আরেক ইমার সন্ধান - সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের দৃস্টি আকর্ষন..।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

এযেন আরেক ইমা রে ভাই, তবে ইয়াবা না...। ফেনসিডিল ।



আমাদের দেশে যে নারী নির্যাতন আইন আছে তা যে কত অপব্যাবহার হচ্ছে তার কি কোন হিসাব আছে - এইতো কদিন আগেই প্রথম আলোতে আইন মন্ত্রিই বলে ছিলেন এই আইনের পরিবর্তন হওয়া দরকাল, এর ৮০ পার্সেন্টই হয়রানি মামলা করা হয়।



এই মাত্র খবর পেলাম আমার এক বন্ধু বিপদে পরেছে, ঐ একি মাইয়া কাহিনি, বিদেশে থাকে, অনেকদিন ধরে বউ এর সাথে বনিবনা হচ্ছিল না। ঐ বন্ধু পারিবারিক অধিকার পুনরুদ্ধারে মামলা করেন গতমাসের ২০ তারিখে, বিদেশে বসেই উকিল এর মাধ্যমে।



ঐ বন্ধুর বউ আবার ঐ বন্ধুরি বোনের ননদ, মানে বিয়াই আরকি, মামলা করার পর থেকে শশুর বাড়ির লোকজন বন্ধুকে ফোন করে চাপ দিতে থাকে মামলা উঠিয়ে নেবার জন্য + বউ কে ডিভোর্স দেবার জন্য। কিন্তু বন্ধু বলেছিল মেয়ে যদি সংসার করতে না চায় তাহলে মেয়েই যেন ডিভোর্স দিয়ে দেয়। টাকা পয়সা যা পাবে তা বন্ধু স ইচ্ছায় দিয়ে দিবে - এদিকে গতকাল রাত ১ টায় বন্ধুর বোন আর বোন জামাইকে হটাত করেই পুলিশ এরেস্ট করে নিয়ে যায়। ঐ বন্ধুর বিরুদ্ধে নারী নির্যাতন আইণ ২০০৩ এর ৪/২/খ এর ধারাতে মামলা করেছে মেয়ের মা এবং তা আমার বন্ধুর মামলা করার পরে । বন্ধুকে না পেয়ে ঐ বন্ধু বোন আর তার জামাই কে এরেস্ট করে নিয়ে যায় পুলিশ। আর তারাই আমার বন্ধু যে মামলা করেছিল তার প্রধান সাক্ষি, এদিকে আমার বন্ধু প্রায় ৭ মাস বাংলাদেশের বাইরে তার উপর ঐ বন্ধু আগেই কেস করেছিল - এক্ষেত্রে আমার ঐ বন্ধুর সন্দেহ যে পুলিশকে দিয়ে বউএর বাপ এ কাহিনি ঘটিয়েছে মানে "ব্ল্যাকমেইল"। তার উপর আবার আজ সকালে ফোনে শশুর বাড়ির লোক জন জানিয়েছে যে ৫ লাখ টাকা আর ছেলের নিজে ডিভোর্স দিলে তার বোন আর জামাই কে ছেড়ে দিবে..। যেখানে দেনমহর ১ লাখ টাকা>> এটা কি...মানবিকতা, মানে মেয়েকে দিয়ে ডিভোর্স করাতে না পেয়ে পুলিশকে দিয়ে এসব ব্ল্যাক মেইল করছে - এবং ছেলেকে দিয়ে জোড় পুর্বক ডিভোর্স করাতে চাপ দিচ্ছে তাও ব্ল্যাক মেইল করে...।এ কেমন দেশে আমরা বাস করছি। দেশ এ কি কোন মানবাধিকার নাই। দয়া করে আমি আপনাদের দৃস্টি আকর্ষন করছি, মানবাধিকার কর্মি যারা এই ব্লগে আছেন দয়া করে সাহাযার্থে এগিয়ে আসুন। সাংবাদিক যারা আছেন তারা এগিয়ে আসুন। আমার বন্ধুকে নায্য আইনি শাশন পেতে সহায়তা করুন। আমার বন্ধুর নাম : গোলাম রাব্বি,আর ঘটনা হয়েছে পাবনাতে। একদম শহরে, শালগাড়িয়া থানাতে- যদি কোন দয়াবান মানবাধিকার কর্মি এগিয়ে আসেন তাহলে নিচের মেইল এ মেইল দিন, বিস্তারিত জানাবো। এ মেয়ে যেন আরেক ইমা, আমার বন্ধুরি এক বন্ধুর সাথে প্রেম করে পালিয়েও গিয়েছিল সেখান থেকে শুরু....। ভিতরে তো আরও কাহিনি আছে- এখন বিচার চাইতে গিয়ে আরেক বিপদে পরেছে। সব কিছু এই প্রবাসিদেরি হয়। বিপদে প্রবাসিরাই পরে....যতটুকু জানি এই মেয়ে আর মেয়ের ভাই ফেনসিডিল ব্যাবসায় জরিত, মেয়ের ভাই ও ৬ বছর আগে ইরশরদিথেকে আসার সময় ২০ বতল ফেনসিডিল নিয়ে ধরা খায়ও জেল ও খাটে। এদিকে বিয়ের পর আমার বন্ধু সব কিছু জানতে পেয়ে বউকে অনেক নিষেধ করার পরেও কোন কাজ হয়নি। মেয়েরা ২ বোন এক ভাই, বড় বোন জাপানে থাকে জামাই সহ, তারা ভাল কাজ করেন। কিন্তু মেয়ের বাপ আর ভাই কোন কাজ করেনা। দোকান আর বাসা ভারা দিয়ে সংসার চালায়...বন্ধুর বিয়ের পর টের পায় পুরা পরিবার হেরইন আর ফেন্সিডিল ব্যাবসার সাথে জড়িত,। দয়া করে আপনারা সাহায্য করুন, বলছি না আমাকে বিশ্বাস করতে, এ কাহিনি এই আপনারা নিজে চোখে দেখে আসুন। আমি তো দেখছি এখণ নিজে চোখে আমারি সামনে গত ১৩-১৪ ঘন্টা আমার বন্ধুকে, তার প্রত্যেকটি ফোনালাপ আমি শুনছি। যা বুজেছি তাই লিখলাম। আপনারা মানে সাংবাদিক আর মানবাধিকার কর্মীরা যদি না যান হয়ত মান সম্মানের ভয়ে আমার বন্ধুকে ৫ লাখ টাকা দিয়ে মামলা চুকিয়ে নিতে হবে আর তাদের পরবর্তী স্বীকার হবে অন্য কোন ভাল ছেলে। এভাবেই এরা নস্ট করে দিচ্ছে সমাজ, কিছু বাপই আছে যারা এসব করে টাকা কামাই করে থাকে - ছি::::



সাহায্য চাচ্ছি একজন অভিবাসি বাংলাদেশির জন্য যার রক্ত এখোনো লেগে আছে দেশের রেমিটেন্স এর ১২ বিলিয়ন ডলারের শক্ত ভিতের উপর। দয়া করুন....।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

ময়নামতি বলেছেন: দেখুন এই ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে...............

তবে মন্ত্রী মহোদযের কথা সঠিক কারন অধিকাংশ নারী নির্যাতন মামলা ভুয়া প্রমানিত হয়।

কিন্তু আইন এখানে নারীদের প্রতি সহনশীল আর এর সুযোগ নিচ্ছে একশ্রেণীর নারী।
অথচ ইচ্ছে করলে এই ধরনের ঘটনা পারিবারিক ভাবে অথবা স্থানীয় ভাবে সমাধান করা যায় তাতে সংসার জীবন আবার নতুন করে শুরু হয় , তাছাড়া সন্তানাদীর ভবিষ্যত এর দিকে তাকিয়ে কিছুটা ছাড় একজনকে না একজনকে দিতে হয়।

আদালতে গড়ালে সেটা আর জোড়া লাগার সম্ভাবনা তেমন থাকে না.............

ধন্যবাদ ভাল উপলব্ধির জন্য। +++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

রোহান খান বলেছেন: ধন্যবাদ, জানিনা কি হবে - তবে আমি আরেকটি আত্মহত্যার লাশের পাশে বসে বাংলাদেশ যেতে পারবো না....

২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: জোর আবেদন জানাচ্ছি যেন কেউ আপনার বন্ধুকে হেল্প করে

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

রোহান খান বলেছেন: আজ দুপুর ৩ টায় আপু আর ভাই কোর্টে চালান হয়েগেছেন.... যাই হোক আগামি কাল বাদী ও বিবাদি দুজনেরি মামলার পেপার এটাছমেন্ট করবো বলে থিক করেছি।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাতুল রেজা বলেছেন: শালগাড়িয়া , এতো আমার বাড়ির একদম পেছনে । পাবনার লোকাল পেপারে দেয়ার চেষ্টা করেন ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

রোহান খান বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.