নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

স্বর্নের দেশ ব্রুনাই সেই সাথে থাকছে এদেশের বিলাস বহুল প্লেনের কিছু ছবি (ছবি ব্লগ)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

ব্লগার 'ঢাকাবাসির' একটি ব্লগ পড়ে অনুপ্রানিত হয়ে এ পর্ব নিয়ে আসলাম :



স্বপ্ন না....এটা রিয়েল লাইফ..।

তবে দু:খ হচ্ছে আপনার বা আমার মত মানুষের এমন স্বপ্ন দেখে শুধু আফসোস ই জাগবে। কাজের কাজ কিছুই হবে না। আমি আজকে কিছুটা অপরিচিত দেশের কথা বলবো। হয়ত এ ব্লগের অনেকেই এই দেশের নামটাও শুনেনি।আবার হয়ত অনেকেই শুনে থাকবেন। সেই দেশ আয়তনে ছোট হলেও অর্থনিতিতে বেশে সচ্ছল বলেই মনে হয়। দেশটির নাম ব্রুনাই।



১ সেকেন্ডে কত কি না করা যায় -

১ সেকেন্ডে বিশ্বে ৩ জন শিশু জন্ম নেয়।

১ সেকেন্ডে সারাবিশ্বে ১০ টা মোবাইল ফোন বি্ক্রি হয়।

৪.৫ সেকেন্ডে অটোমোবাইল কম্পানিগুলো ১ টা করে কার গাড়ি তৈরী করে।

১ সেকেন্ডে পায়ে হাটলে মানুষ ১ মিটার এগিয়ে যায়।

এদিকে ব্রুনাই এর সুলতানের সম্পদ এক সেকেন্ডে ৯০ ইউরো করে বাড়ে। (ইন্টারনেট)



যদি হিসেব করি, মানে ৫৪০০ ইউরো পার মিনিট, ৩২৪০০০ ইউরো পার ঘন্টা, ৭৭৭৬০০০ ইউরো পার দিন।



এর মানে এক সপ্তাহে ৫৪৪৩২০০০ ইউরো (৫৪ মিলিওন & ৪৩২০০০ হাজার)

সুত্র: ইন্টারনেট।



ব্রুনাই সুলতানে নাম 'হাসান বোলকাহ' -











তিনি ব্রুনাই নামের একটা দেশের সুলতান।



দেশ পরিচালনায় সারা বিশ্বে এতটা পরিচিত না হলেও তার দেশের মানুষের কাছে তিনি নয়নমনি। দেশটি অবস্থান মালয়েশিয়ার পাশেই।













ব্রুনাই দেশটির অর্থনৈতিক শক্ত অবস্থানের প্রধান কারন দেশটির জনসংখ্যা। ব্রুনাই মোট জনসংখ্যা 4,09,000 জন, যার 67% হল জাতিগতভাবে মালয় থেকে এসেছেন আর 16% চীনা থেকে, প্রায় 12% ভারতীয়, ইউরোপীয় বা ফিলিপিনো, এবং 6% আদিবাসী গোষ্ঠী। আদিবাসীরা IBAN, Dayak Dusun এবং Melanau গোত্র অন্তর্ভুক্ত।



অধিকাংশ ব্রুনাই মানুষ Melayu কে প্রধান কথ্য ভাষা হিসেবে ব্যাবহার করে যদিও তারা মালেয়শিয়ান ভাষা মালায়কে উপভাষা হিসেবে ব্যবহার করে।আর ব্রুনাই এর অফিসিয়াল ভাষা দুইটি - মালয় ও ইংরেজি। চলুন দেখি দেশটার অসাধারন সৌন্দর্যের কিছু ছবি দেখি -







































আর সংখ্যালঘু ভাষার মধ্যে IBAN, Dusun, Murut, Kedayan, এবং Tutong এর নাম অন্তর্ভুক্ত। যদিও অনেক নাগরিকদের এবং অভিবাসন হিসেবে বসবাস কারিদের ইংরেজি ভাষা ব্যাবহার করতে দেখা যায়।

ব্রুনাই এর রাস্টীয় ধর্ম হল ইসলাম। প্রধানত ইউরোপীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে বেশীর ভাগি খ্রিস্টান পাবেন আর চীনাদের বেশীর ভাগ বৌদ্ধ ।



আর হিন্দু জনসংখ্যাও তাদের সরকারী হিসেবে উল্লেখ থাকতে দেখা যায়।



ব্রুনাই এর মোট আয়তন হল 5.765 বর্গ কিলোমিটার (2,226 বর্গ মাইল), পূর্ব দিকে কিছু পর্বত আছে যদিও ব্রুনাই দেশটির ভূসংস্থান অধিকাংশই সমতল ভুমির অন্তরগত এবং রেনফরেস্ট আচ্ছাদিত।



ব্রুনাই এর সমৃদ্ধ অর্থনীতি হল তেল নির্ভর। এ দেশের জিডিপির 90% অর্থনীতি প্রাকৃতিক গ্যাস নিষ্কাশন উপর নির্ভর করে। এদেশের জিডিপি বিশ্বের নবম-সর্বোচ্চ মাথাপিছু জিডিপি যা $ 49.400 মার্কিন ডলার।

(ইন্টারনেট)



চলুনদেখি এদেশের কিছু মসজিদের ছবি -











এই নিচের ছবিটার মসজিদের নাম ' সুলতান ওমর মসজিদ '।







ব্রুনাই বেকারত্বের হার এ 2.7%, এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা তুচ্ছ যা আমাদের বাংলাদেশের হিসেবে অতিনগণ্য বলেই ধরা হবে। 1 Bruneian ডলার জুলাই 2012 হিসাবে = $ .79 মার্কিন ডলার। চলুন দেখি এদেশের কিছু বিখ্যাত হোটেল এর ছবি। নাম জানা নেই। তবে বিল্ডিং গুলো দেখতে খুব সুন্দর



















ব্রুনাই আনুষ্ঠানিকভাবে জানুয়ারি মাসে1984 সাধীনতা লাভ করে তৎকালীন বৃটিশ থেকে।ব্রুনাই এর সুলতান Hasবিশ্বের ধনী দেশ গুলোর মধ্যে অন্যতম একটন রাষ্ট্রপতি ... তিনি সবকিছু স্বর্ণের ব্যবহার করেন।আক্ষরিক অর্থে খাওয়া যেমন চামচ বা থালা, জন্মগ্রহণ করার পর পালংক বা নবজাতক রাখার দোলনা এমনকি বস্ত্রতেও স্বর্ণ ও রূপার ছোয়া থাকবেই।



তার প্রাসাদ এর কিছু ছবি আছে ...

বিশ্বের বৃহত্তম এবং বিলাসবহুল প্রাসাদগুলোর মধ্যে এ প্রাসাদ অন্যতম ...যা স্বর্ণ ও হীরা দারা সজ্জিত। সেদেশের মানুষের হিসাব মতে 1788 খ্রিস্টাব্দে 257 কক্ষ বিশিস্ট প্রাসাদটি নির্মান করা হয়।/তারপরে অবশ্য এতে যথেস্ঠ সংষ্কার করা হয় স্বর্ণ ও রূপা দারা। এর নিচ তালাতে একটি গ্যারেজ আছে যার আয়তন 110টি গাড়ির রাখার জায়গার সমান। অদুর অতিতেই এ প্রাসাদে সোনা ও রুপার কারুকাজের সংষ্কারের জন্য প্রায় 150,000 ইউরোর সমপরিমান অর্থ ব্যায় করা হয়েছে। এ প্রাসাদটি এতটা বড় যে এক জন পরিদর্শক যদি মাত্র 30 সেকেন্ডের জন্য প্রতিটি রুমে পরিদর্শনে যান তাহলে তার 24 ঘন্টা সময় ব্যায় করার প্রয়োজন হবে পুরো প্রাসাদটা দেখতে।



















এবার থাকছে এ পোস্টের সবচেয়ে বড় আকর্ষন। ব্রুনাই রাজার নিজেস্ব হাওয়াই জাহাজের ছবি। এ জাহাজের বিশেষত্ব হচ্ছে এর সব কিছুতেই সোনার ছোয়া বর্তমান। এমনকি বাথরুমের বেসিং পযন্ত সোনা দিয়ে তৈরী। হায়রে টাকা । টাকা থাকলে কি না হয়। দেখুন না ছবি গুলো।নিজেই বুজতে পারবেন টাকা দিয়ে কি না করা যায়















































নিচের ক্যামেরাটা পিউর ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরী যা ব্রুনাই এর বর্তমান রাজা ব্যাবোহার করে থাকেন -







কি চমকে গেলেন তাই না। আমিও চমকে গেছি। এবার চলুন ঘুরে ফিরে আবার সেই প্লেনটার বাইরে দিক দিয়ে কেমন দেখায় তা দেখি -















এবার চলুন দেখি এদেশের কয়েকটি সি বিচ -



















ব্রুনাই রাজার মেয়ের বিয়ে নিয়ে বিতর্ক আছে অনেক দিন ধরেই, শোনাযায় এ বিয়ে বিশ্বের স্রেষ্ট ধনকুবের বিয়েদের মধ্যে অন্যতম ছিল। নিছের ফটোটিই দেখুন না - ব্রুনাই রাজার মেয়ে আর তার মেয়ে জামাই যে চেয়ার টিতে বসে আসেন তা কিসের তৈরী -



















বিয়ের পর স্বর্ণ দিয়ে সাজানো গাড়িদিয়ে শোভা যাত্রা -











এবার দেখি ব্রনাই রাজার জলজ জাহাজের কিছু ছবি -



















নিচের ফটোটা সেদেশের একটি কারেন্সীর ফটো। জানামতে ব্রুনাই কারেন্সী কে ব্রনাই ডলার বলা হয়-







নিচের ছবিটা ব্রুনাই রাজার মেয়ে ও তার জামাই এর - দেখুন কি চমৎকার লাগছে তাদের সাধারন বেশে -







এবার শেষ কালেকশন দেখাবো। নিচের ছবিতে দেখুন ব্রুনাই রাজার দরবার হল। এখান থেকেই তিনি তার শাশন কার্য্য সম্পাদন করে থাকেন -







পোস্টটি অনেক কষ্ট করে বানানো হয়েছে। আরো কিছু ছবি আছে যা পরে আপলোড করে দিবো। আমার ইনফরমেশনে যদি কোন ভুল থাকে তাহলে জানাবেন। আর যদি ভাল লাগে তাহলে কমেন্ট করবেন। আপনারা উৎসাহিত না করলে এমন পোস্ট লিখা সম্ভব হবে না কারন প্রচুর সময় ব্যায় হয় এতে।ভাল থাকবেন সবাই।



সুত্র:

Click This Link



Click This Link

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৩

াজ বলেছেন: Osadharon.....
ভাই আমার http://www.only71.com এই সাইটে যান। আপনাদের ভালো লাগবে আশা করি। আপনার চাইলে লিখতেও পারেন।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

রোহান খান বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার সাইট ঘুরে দেখেছি। ভাল লেগেছে।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০০

তোমোদাচি বলেছেন: অসাধারন!!
ব্রুনাই ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

রোহান খান বলেছেন: আপনাকে অসাধারন একটা ধন্যবাদ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭

ম্যাংগো পিপল বলেছেন: ++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

রোহান খান বলেছেন: প্রান মাংগো প্লাস...(ধন্যবাদ ভাই)

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮

মিত্রাক্ষর বলেছেন: অসাধারণ লাগলো ভাই :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

রোহান খান বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটা পোষ্ট, অপুর্ব সব ছবি আর সুন্দর বর্ণনা, খুব ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

রোহান খান বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম ... এমন আরো ভালো পোস্ট দেবার চেষ্টা করবো।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার কষ্ট সার্থক হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

রোহান খান বলেছেন: বুজতে পারছিনা কতটুকু হল...!

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

জাহাঙ্গীর হাবিব বলেছেন: চালিয়ে যান ভাই, অসাধারন পোষ্ট।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

রোহান খান বলেছেন: চালিয়ে যাবার হাতিয়ার আপনাদের হাতে, শুধু চেষ্টাটা আমার। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

মদন বলেছেন: ব্রুনাই যাইতে মুঞ্চায় :(

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

রোহান খান বলেছেন: ভাই স্বপ্নের দেশ দুবাই কিন্তু এর থেকেও সুন্দর -

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পোষ্টটি পড়ে মনে হল নিজেই যেন ব্রুনাই থেকে ঘুরে আসলাম।

চমৎকার পোষ্ট।

++

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২

রোহান খান বলেছেন: অনেক দিন আগে লেখা। আপনার ভাল লেগেছে জেনে আমি খুশি হলাম। ভাল থাকবেন ভাই।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, যা দেখালেন !!! :)

ব্রুনাই ঘুরতে যাওয়ার উপায় কি? ভিসা কোথা থেকে পাওয়া যাবে??

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

রোহান খান বলেছেন: ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। এব্যাপারে আপনি আমাদের দেশের এজেন্সীগুলোর সাথে যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.