![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
"সীমান্তে হামলা বন্ধ না হলে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে না, পাক সেনা হামলার মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নেবে ভারত" - ড. মনমোহন সিং।
তাহলে কি তার মানে আমাদের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের ভাল সম্পর্ক নাই। তাহলে কি আসলে তিনারা আমাদের সাথে ভাল সম্পর্ক রাখতে চান না।
তাহলে কি তারাq আমাদের সাথে মোকাবেলা করতিছে। এখানে আমার প্রশ্ন হল কিসের মোকাবেলা - ১৯৪৭ সালে পাকিস্তান ভারতের জায়গা নিয়ে গিয়েছিল , এখন এটাকে বাংলাদেশ বানিয়ে এই পার্ট টা ফেরত নেবার মোকাবেলা। তাহলে কেন আমাদের বর্ডারে গত ৪০ টা বছর ধরে মানুষ মরছে। ইজরাইল ফিলিস্তিন বর্ডার বানিয়েছে ভারত আমাদের। কেন গুলি করার অনুমতি দিয়েছে।আন্তরজাতিক ভাবে বাংলাদেশ যে একটা দেশ সেই হিসেবে আচরন ভারতের কাছ থেকে আমরা পাই না। একদিকে বর্ডারে লোক মারছে অন্য দিক দিয়ে নদী আটকে দিয়ে আমাদের দেশটাকে মরুভুমি বানিয়ে ছাড়ছে। আবার সীমান্তে ফেনসিডিলের কারখানা বসিয়ে আমাদের যুব সমাজ কে ধংস করছে। বিশাল ফাদ রে ভাই বিশাল ফাদ। একদিন এই যুব সমাজ ধংস করে দিয়ে জাতিকে ভুল পথে পরিচালিত করবে আর দেশ দখল করবে। দোয়া করি এমন যেন না হয়। না আমি ভারত বিরোধি না। আবার আমার বন্ধু বান্ধবের ভিতরেও ভারতের লোকই বেশি। কিন্তু জীবনে আমি দেখেছি যে ভারতিয়রা আমাদের মানে বাংলাদেশীদের কোন চোখে দেখে।অবশ্য সবাই না। আমার তো ভয় লাগতাছে। বাংলাদেশ আবার যেন দিতীয় সিকীম না হয়। আজ ১৫ আগস্ট ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি -
বৃহস্পতিবার দেশটির ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিয়ন্ত্রণ রেখায় পাক সেনা হামলার মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নেবে ভারত। তার মতে, সীমান্তে হামলা বন্ধ না হলে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে না। যদিও প্রতিবেশি সব দেশগুলির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার ওপরই জোর দেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই নিবেদন - অন্তত একবার এই ভাবে একি কথা আপনার মুখ দিয়ে বলুন। না হয় তারা পায়ের তলে পিষে আমাদের মেরে ফেলবে।
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪
রোহান খান বলেছেন: "তবে সেটা দাস-প্রভু সম্পর্ক!"
আমরা এটা চাই না - আমরা প্রতিবেশী হিসেবে ভাল সম্পর্ক চাই।
Click This Link
২| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
সৌভিক ঘোষাল বলেছেন: ভারত পাক সীমান্ত উত্তেজনা নিয়ে নানা কথা চলছে। পশ্চিম সীমান্ত পূর্ব সীমান্ত - সব সীমান্ত অঞ্চলই যেন উত্তেজনার আকর। উত্তেজনা থেকে নানা কথা।
"সীমান্তে কেউ ঢুকে পড়লে সীমান্তরক্ষীরা কি চুপ করে বসে থাকতে পারে? পাচারকারীদের চুপ করে থেকে মদত দিতে পারে? আমি যদি কারো ঘরে সিঁদ দিতে যাই তাহলে কি কেউ আমাকে ছেড়ে দেবে? চোরেরা নিশ্চয় সবাই খুব বড়লোক নয়, বরং অভাবেই চুরি করে ঝুঁকি নিয়ে? কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয়েছে বলে তাকে কি কেউ ছেড়ে দেয়?" ইত্যাদি ইত্যাদি।
ভারত বাংলাদেশ পাকিস্থান এর মধ্যে সুসম্পর্ক সৌভ্রাতৃত্ব থাক। সীমান্ত সন্ত্রাস ও সংঘর্ষ বন্ধ হোক। উত্তেজনার পরিবর্তে আমরা যেন আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আমরা যেন নিজেদের অধিকার সীমা অতিক্রম না করে যাই, আমরা যেন অন্যকে অকারণ 'শিক্ষা' দিতে আগ্রাসন দেখাতে না যাই।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০
রোহান খান বলেছেন: "অভাবে স্বভাব নষ্ট হয়েছে বলে তাকে কি কেউ ছেড়ে দেয়?" আপনার ফটো দেখে সম্মান জানিয়ে বলছি বাংলাদেশিদের সম্পর্কে এমন ভাবাটা আপনাদের ঠিক না। আপনার এই একটা বক্তব্যই সার্বিক দিকনির্দেশনা দিতে যঠেস্ট। আপনারা এরেস্ট করুন, শাস্তি দিন। কিন্তু তাই বলে মানুষ মেরে ফেলা - জঘন্যতম অপরাদ আর মানবতা বিরোধী। ১৯৭১ সালে আমরা বন্ধু হিসেবে পেয়েছি আপনাদের। বন্ধু হিসেবে আচরন চাই।
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩
ঢাকাবাসী বলেছেন: বিষয়টা জটিল। মনমোহন সিং আমাদের নাম উচ্চারণ করেননি, পাকিস্তানের নাম বলেছেন যা তাদের ৬৭ বছরের পুরোনো ইতিহাস। । আমাদের তারা এখনো সিকিম বানাননি। ভারত আমাদের দৃষ্টিতে যে অন্যায় করে আর আমাদের যেটুকু কূটনৈতিক ব্যার্থতা তার জন্য আমাদের অযোগ্য অনভিজ্ঞ পররাস্ট্র মন্ত্রনালয় আর ........ দায়ী বলা যায়।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮
রোহান খান বলেছেন: "ব্যার্থতা তার জন্য আমাদের অযোগ্য অনভিজ্ঞ পররাস্ট্র মন্ত্রনাল" - ব্যার্থতা জন্ম দেয় সার্থপরতা থেকে। দলীয় সার্থ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।আর আমাদের কুটনিতিকদের দোষ দিয়েও লাভ নেই। তারা তো চেস্টা করেছে। কিন্তু ভারতে পক্ষথেকে আমাদের জন্য কোন সুযোগ না দেয়ায় আমরা পিছিয়ে পরেছি। আশা করি এ অবস্ত্হ্যার উন্নতি হবে শিঘ্রই।
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
অন্য কথা বলেছেন: আমাদের সরকারগুলোর নতজানু পররাস্ট্রনীতির কারনে ৪০ বছর ধরে আমাদের মানুষ মরছে ।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
রোহান খান বলেছেন: নতজানু বলবনা... বলবো আনস্ট্যাবল সরকার ব্যাবস্থ্যা। ১৯৯১, তারপর ১৯৭৫ তারপর ১৯৮১ তার পর ১৯৯১, ২০০৬, ২০০৮ এসবের মধ্যাই সময় পার হয়েগেছ।পররাস্ট্রনীতি নিয়ে যে সাভাবিক ভাবে কাজ করবে তা সুযোগ হয়নি।
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ওহে সৌভিক ঘোষাল , কখনও শুনেছ ফেনসিডিল আর অস্ত্রের চোরাকারবারী গুলি খেয়ে মরেছে?
বিএসএফের কুকুর গুলা ফেনসিডিল আর অস্ত্রের চোরাকারবারীদের প্রমোট করে।
বাংলাদেশে যত বোম ফোটে , ধরা পড়া ডিনামাইটে ইনডিয়ার সিল, গ্রেনেডে ইনডিয়ার সিল, গুলিতে ইনডিয়ার সিল, অবাক ব্যাপার!!!!!!!!!!!!!!!!
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
রোহান খান বলেছেন: সহমত
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
জাহাজ ব্যাপারী বলেছেন: তাহলে বাংলাদেশের বর্ডারে মানুষ মরছে কেন?
উত্তরঃ সীমান্তে মার্ডার ইন্ডিয়ান বন্ধুত্ব ও মৈত্রীর প্রতিদান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই নিবেদন = অরণ্যে রোদন!
বাংলাদেশমুখী ইন্ডিয়ান পণ্যের চোরাকারবারীরা বিএসএফের পূর্ণ সমর্থণ ও পৃষ্টপোষকতা পায়।
@ কপোতাক্ষের তীরে এক অসামাজিক - যথার্থই বলেছেন।
Click This Link
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
রোহান খান বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০
রিয়াজ৩৬ বলেছেন: সম্পর্ক আছে, তবে সেটা দাস-প্রভু সম্পর্ক!