![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
কিছু নিতি কথা -
মানুষের মন বুজতে পারাটা খুব কঠিন। কিন্তূ একজন মানুষের মনের নড়নচড়নে অপর একজন মানুষের জীবন নস্ট হয়ে যায়।
চুপ থাকাটা হেরে যাওয়া নয় বরং চুপ থাকাটাই বড় বিপদের আভাস।
যে যা বলে তিনি তাই শোনেন। আজ অন্যরা বলেছে সে শুনেছে, কালযে তাদের বদলে অন্যজন আসবে না সে কথা বলা যাবে না। কারন সেতো উন্মাদ। নিজের গলা নিজেই কেটেছে। নিজের হাতে গড়া পৃথিবী নিজ পায়ে মারিয়েছে।
আজ আমি শাস্তি প্রাপ্ত। সময়টা তোমার। আমি পরিস্কার দেখতে পাচ্ছি সামনের সময় গুলো আমার...। সময় কখনো একার হয় না। আজ সে তোমার তো কাল সে আমার।
অভিনয় বা পেছন থেকে আঘাত করাটা কাপুরষতার প্রধানন লক্ষ্যন। ঝড় যখন আসবে পালাবার যায়গা পাবে না।
অন্যায় ভাবে কাউকে মেরে ফেলাটা সময়ের বাধনে নিজের অশান্তির নামান্তর।বুজবে.. সময় আসবে।
শত্রুতা দু-পক্ষকেই ক্ষতিগ্রস্থ্য করে সুতরাং শত্রুতাকে এড়িয়ে চল।
কখোনই ভেবনা শত্রু হারিয়ে গেছে বা হেরে গেছে, আসলে সে বসে আছে সুযোগ আর সময়ের অপেক্ষ্যার - তোমার সবকিছুর উপরের তার তিক্ষ দৃষ্টি। সময়ের ব্যাবধানে সে তোমাকে পাকরাও করবে...।
শত্রুতা শান্তি বিনস্ট করে তার যে প্রতিপক্ষ হবে।
শত্রুকে মেরে ফেলো এমন ভাবে যাতে তার বীজটাও এই দুনিয়াতে না থাকে। তাহলে আজ যে বীজ তোমার আদলে পালিত হচ্ছে কাল সেই তোমাকে প্রতিশোধ নিবে যা আল্লাহ প্রদত্ব।
শত্রু নিজে জন্ম নেয় না...তাকে আমরা নিজেরাই তৈরী করি।
শত্রুতার প্রধান বিনিময় হাতিয়ার হল বন্দ্ধুত্ব। বন্দ্ধুত্বের হাত বাড়াও। দেখবে শত্রু স্থিমিত হবেই।
ভালোবাসার প্রধান হাতিয়ার হচ্ছে কাউকে স্তিমিত ভাবে ভালো না বাসা। যখন যাকে প্রয়োজন তখন তাকেই ভালোবাসা।
বর্তমান মানুষের প্রধান চোখ হচ্ছে টাকা।টাকা বানাও, দেখবে একদিন যে তোমাকে তাচ্ছিল্ল করেছিল আজ সে পিছে পিছে আসবে কুকুরের মত।
নিজের মনের বাইরে কোন কিছু করবে না। নিজের মনই আসল বন্ধু।
সময়ে মনকে অবদমিত করাটা বুদ্ধিমানের কাজ কারন আজ যে আছে কাল সে নাও থাকতে পারে।
হারানোটা আসলে সেটা না যা আমরা হারাই। হারানোটা আসলে তা - যা পাওয়ার অনুভুতিকে জাগ্রত করে।
হারিয়ে কোন কিছু খজতে চেস্টা করা বৃথা - ওটা ফেরত আসবে না কারন হারানোরি কথা ছিল তার।
সেই মানুষটা সবচেয়ে নিচু যে জবানকে পরিবর্তিত করে.. অবশ্য সে জানেনা যে এটা তার বংশ পরিচয়।
যেই মেয়েটা বা ছেলেটা মিথ্যা কথা বলে তা তার নিজের দোষের চেয়ে তার বাবা-মারই দোষ বেশী..কারন যদি সে ছেলে হয় বাসায় গিয়ে দেখ তার বাবা আর যদি মেয়ে হয় তাহলে বাসায় গিয়ে দেখ তার মা সবচেয়ে বেশী মিথ্যা বলে...এটা আসলে বংশ পরাম্পরায় চলে আসছে।
যে সবার সামনে সত্য লুকায় তার সে হীন প্রকিতির। শুক্রিয়া কর যে আজ তার বলা মিথ্যাতে তুমি নিজে তাকে চিনতে পেরেছ।
প্রতিশোধ নেয়া প্রত্যেক বীরের কর্তব্য এমন কি প্রতিশোধের আগুনও যদি তার জীবন কেরে নেয় তার পরেও। কিন্তূ তার থেকে উত্তম যদি সে তাকে ক্ষমা করে দেয় এবং চুপচাপ স্থ্যান ত্যাগ করে। প্রকৃতপক্ষে ক্ষমা করাটাই প্রকৃত বীরের লক্ষন যা সবাই পারে না।
(আমার একান্ত ব্যাক্তিগত কিছু জিনিস যা আমি আমার এইক্ষুদ্র জীবনে বিশ্বাস করি)
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
রোহান খান বলেছেন: রাজীব ভাই - ভালো আছেন ?
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: হুম ।