![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আমরা সবাই কমবেশী টেনশনে থাকি বা টেনশনটা যে কি তা নির্নয় করে টেনশনে ভাসি বা টেনশনটাকে নিয়েই টেনশনের কারন চিন্তা করতে করতে বিরাট টেনশনে পরে যাই। যাইহোক কমবেশী সবাই এ সমস্যা সম্পর্কে অবগত। সবার জীবনের বড় একটা অংশ টেনশন নিয়ে টেনশনেই কেটে যায়। চলুন দেখি আসলে এই টেনসনটাকে কিভাবে সংগায়িত করা যায় -
ধরুন একটি মেয়ে রাস্তায় আপনার কাছে লিফট চাইলো আর আপনি লিফট দিলেন।
এখন ধরুন রাস্তায় মেয়েটার শরীর খারাপ করলো।
আপনি নিয়ে হাসপাতালে গেলেন
ডাক্তার দেখে বললেন যে আপনি বাবা হতে যাচ্ছেন।
"এটা আপনার টেনশন"
আবার ধরুন আপনি বললেন আমি এ শিশুর বাবা না।
এবার ডাক্তার মেয়েটাকে জিগেস করলো মেয়েটা বললো এই আমার সন্তানের বাবা।
"এটা আপনার আরও বড় টেনশন"
এবার পুলিশ আসলো আপনার মেডিকেল চেকাপ করালো রিপোর্ট আসলো
আপনি কখনো বাবা হতে পারবেন না।
"এটা আপনার টেনশন"
তার পরেও আপনি খোদার কাছে শুকর করলেন যে বেচে তো গেলাম।
ঠিকতার পরেই আপনার মনে উদয় হল
যে বাচ্চাটা বাসায় আছে ওটা তাহলে কার?
"এটা আপনার সবচেয়ে বড় টেনশন"
(একটা হিন্দি কৌতুক - বাংলাতে রুপান্তর করেছি মাত্র)
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
রোহান খান বলেছেন: দোয়া করি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই এত টেনশনের খবর পড়ে আমি আসলেই টেনশনে পড়ে গেছি
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
রোহান খান বলেছেন: টেনশনটা যে কি তা নির্নয় করে টেনশনে ভাসি বা টেনশনটাকে নিয়েই টেনশনের কারন চিন্তা করতে করতে বিরাট টেনশনে পরে যাই - কথাটা সত্যি প্রমান করলেন
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
নূর আদনান বলেছেন: হাহাহা....
ভাই ০০৭ সিরিজটার কি হল অনেক দিন তো হল......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
রোহান খান বলেছেন: ভাই কমেন্ট এত কমযে ইচ্ছা হয়না এছাড়া সময় ছিলনা। আর ভিতরে অনেক নোংরা কাহিনির জন্ম হয়েছে। দেখি লিখবো তারাতারি..।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
শূন্য পথিক বলেছেন: হাঃ হাঃ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রোহান খান বলেছেন: হিহিহিহি
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
ক্লান্ত দুচোখ বলেছেন: এইটা কৌতুক না রিয়েল কাহিনিঃ
Click This Link
Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রোহান খান বলেছেন: ওরে মরে গেলাম রে...। হাসতে হাসতে তো পেটের খিল লেগে গেলো.... হাহহাহাহাহা.
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম। ধন্যবাদ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, দারুণ !!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
রোহান খান বলেছেন: dhonno bad.
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টেনশান....টেনশান....
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
রোহান খান বলেছেন: ঘাচাং কইরা দেন। টেনশন শেষ। হিহিহি।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই লেখা পড়ে সিদ্ধান্ত নিলাম, রাস্তায় কোনো অচেনা মেয়েকে লিফট দেবো না। হাঃ হাঃ হাঃ