![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
কিছু কিছু মানুষের ভালবাসা
ট্রেনের লাইনের মত
সারাজীবন তারা পাশাপাশি থেকে ,
ট্রেনের দুই পাশের চাকাকে চলতে সাহায্য করে ,
কিন্তু কেউ কাওকে কখনোই
স্পর্শ করতে পারেনা -
দেখতে দেখতে অনেক টা সময় মাস বত্সর চলে যায় ..
কিন্তু মনের সৃতি গুলো কিছুতে মন থেকে যায় না ..
পৃথিবীর সবথেকে কঠিন
ভাষা হলো চোখের ভাষা ।
এই ভাষা পড়ার জন্য,
মনে গভীর ভালবাসার দরকার হয় ।
হয়তো
আমার চোখের দিকে তাকিয়ে
তুই কোনদিনই তা বুঝতে পারিসনি।
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে
ও সেই চোখের দেখা প্রাণের কথা সেকি ভুলা যায়.....
ওই পাগলী!!!!
অনেক কাঁদিয়েছিস,
আরও অনেক কাঁদাচ্ছিস!!!!
কেও থাকবেনা যে তোর গাল টিপে বলবে '' ইশ কি কিউট লাগছে আজকে তোকে ''....
কেও তোকে কাতাকুতু ও দিবেনা , চুল ধরেও টানবে না , চিমটিও কাটবে না ....
কেও ফু দিয়ে ঠাণ্ডা আইসক্রিম কিনে দিবে না-
কেউ তোর পিঠে বুকলাগিয়ে সকাল বেলা নাক ঘসবে না...
মাঝরাতে ঘুমভাঙিয়ে কেউ বলবে এক কাপ চা বানিয়ে দাও...
কেউ তোর পিছে সারাদিন লেগে থাকবে না...
কেউ থাকবে না যে কোনকিছু বারন করবে ...
কেউ তোকে ফোন দিয়ে বলবে না নিচে আয় বিড়িয়ানি হাউজ যাবো।
কেউ থাকবে না যে তোকে সখের জিনিসটা এনে দিবে
কাউকে পাবিনা যাকে মনের কথাগুলো বলবি....
বুজবি -
খুব ভাল হবে তখন..একলা বসে কাদবি..কিছুই পাবিনা চোখের পানি মুছতে...
কর আরও বেশি করে অবহেলা.....
ভালোবাসা প্রকাশ করার মত কোন
ভাষা আজো আবিষ্কার হয়নি,
তাই নীরবতাকেই বেছে নিলাম ।
আর
কেউ যদি তোকে না দেখে কাঁদে ,,
বুঝবি সে তোকে ভীষণ ভালবাসে
প্রতিটা মানুষই কেন এত একাকী, জানিস?
কারন, তারা সম্পর্কের মাঝে সেতু তৈরী না করে যেন দেয়াল প্রতিস্থাপনেই নিজেদের ব্যস্ত রাখে।
খুব ভাল...!
কর আরও বেশি করে অবহেলা...!
যেদিন চলে যাবো সেদিন বুঝবি...!
আমার কাঁধ আর পাবিনা মাথা রেখে কাঁদার জন্য...!
কোল পাবিনা নিশ্চিন্তে ঘুমানর জন্য...!
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে.. ......
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
নূর আদনান বলেছেন: চরম হইছে ভাই, ভাল লগল।
তবে ভালবাসা বড়ই আজিব জিনিস ভাই।