নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

আত্নহীনতা

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

আমি তো গিয়েছি জেনে সময়ের অকুল দারপ্রান্তে দাড়িয়ে দরজায় কড়া নাড়তে হয়

ভোর হয় পাখি ডাকে নতুন দিগন্তের হাতছানি দেয়

পুরোন আচলের সৃক্ত গন্ধে মুহুর্মতা খুজে ফিরে কি আছে বলো

বাগিচায় বাগান আছে ফুল ফুটেছে গল্পধারক গান গেয়েছে

উড়ে চলেছে আপন আঙিনায় তাকে ফেরানো যাবেনা

আমি তো আছি আমারি রঙে

এখানে আছে সুমহিময় বাতাস যাতে শুদ্ধ নি:শ্বাস নেয়া যায়

স্বপ্নময় তৎভুমি সেতো জানাময় পৃথিবী

যার বাতাসে ভোরের আলো ভেসে বেড়ায়

হাতছানি দিয়ে প্রানছুয়ে ভরিয়ে দিয়ে যায় জোসন্যা

বন্ধঘরে বসে বসে সময়গুটি গুনে কি হবে বলো

সে তো আসবেই যদি তার আসার হয়

সে তো বলবেই যদি তার বলার হয়

সে তো কাদবেই যদি তার কাদার হয়

সে যে নদী বহমান কি হবে তার

অপেক্ষায় নেই কোন তর বর্তমানই সত্য তাকেই করি আপন-পর

ঝেড়েফেলে দেই সেসব বিকেল গুলো দুহাত দিয়ে এই আত্নহীনতা থেকে

শুধু একমুঠো ধুলো হাতে নিয়ে গুছিয়ে রাখি

সে তো আসবেই যদি তার আসার হয়

সে তো বলবেই যদি তার বলার হয়

সে তো কাদবেই যদি তার কাদার হয়

আমি তো আছি আমারি রঙে ফিরবো না তোমার মাঝে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

ঢাকাবাসী বলেছেন: Nice!

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

রোহান খান বলেছেন: ধন্যবাদ ভাই। আজ সকাল বেলায় অফিসে এসে লেখা। তৎকালীন জীবন থেকে নেয়া বা সকাল বেলার মনোভাবটাই ফুটাতে চেস্টা করেছি....। ভালো থাকবেন

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

টুম্পা মনি বলেছেন: সুন্দর সুন্দর!!!!!!! :D :D :D :D

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

রোহান খান বলেছেন: টুম্পাপি ! আপনি আমার ব্লগে...! বিশ্বাস হচ্ছে না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.