![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ভেদাভেদ ভুলে এক সারিতে দাঁড়িয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা সরে এসেছেন পরস্পর বিরোধী অবস্থান থেকে।তাদের ভিতর নেতৃবিন্দুরা সবাই একে অপরকে ভাই বলে সম্মোহন করেছেন। তারা নিজেরা বুজতে পেরেছেন যে মারামারি হানাহানি করে নিজের দেশ আর নিজেদেরী সম্পদহানী করছি আমরা। তাই আজ তারা ভাই ভাই বলে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ আমার নিজের দেশ, এদেশের মানুষ এরা তো তাদেরী ভাই। এখানে নাই কোন পাকিস্তানী বা ইন্ডিয়ান। এমনকি কোন বিট্রিশরাও চম্পট দিয়েছেন প্রায় ৬০ বছর আগেই। তবুও কেন আমরা আজ নিজেরাই মারামারি করছি তাই নিয়ে নিজেদের ভিতর আলোচনার পর নিজেরাই নিজের ভালোটা বুজতে পেরেছেন। আসছে নির্বাচনে সবাই একসাথে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচনের পিছনে বেশী মাথা না ঘামিয়ে সবার নিজেদের ব্যাবসায় মনোযোগ দিয়েছেন। যতো অলস টাকা ছিলো তার বেশীরভাগি বিনিয়োগ করা হয়েছে। ফলে দেশে বেকারের সংখ্যা আসংখ্যা জনক ভাবে কমেছে, বেকার বলতে বুজিয়েছি যাদের মিছিলে-মিটিংএ পিকেটিং এ দেখা যেত। রপ্তানী বৃদ্ধি পেয়েছে বলে দেশের বিদেশী মুদ্রা রিজার্ভের পরিমান বেরেছে।গতকাল 'ভালোবাসি বাংলাদেশ' নামে একটি টকশোতে হাসিনা-খালেদা-এরশাদ সকলকে একসাথে বসে কথা বলতে দেখা গেছে। তারা একসাথে কাজ করবেন বলে এই মর্মে সীকার করেছেন। তারা তিনজন মিলে একটি কোম্পানি দিয়েছেন যার নাম '৭১ বাংলাদেশ'।
কাজের ভিত্তিতে জনবলও নিয়োগ করেছেন। সারা দেশের ৬৪ জেলার সব কৃষকদের % ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। বলা হয়েছে দেশের সব জেলেকে এই প্রকল্পের আওতায় এসে কৃষি কাজ করতে। আর যারা আগে এই তিন দলের হয়ে পিকেটিং করতো তাদের এই প্রকল্পের প্রশাসনিক কাজে ভালো বেতনে নিয়োগ দেয়া হয়েছে সাথে কাজের ভিত্তিতে % হারে ইনকামের সুযোগও রাখা হয়েছে। ফলে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি সহ মজুদ ভোজ্যদ্রব্যের দাম সচেতন মানুষের হাতে নাগালে এসে পৌছেচে। এদিকে বেশ কিছু বাইরের দেশের গোয়েন্দারা এদেশের ফ্রি কাম কাজ ছারা বসে থাকা মানুষ না পেয়ে পিকেটিং করাতে না পেরে তাদের স্পাই জব হারিয়েছেন এবং শেষ খবর পাওয়া পযন্ত তারা ন্যাশনালিটি পরিবর্তন করে বাংলাদেশী হয়ে এসব প্রকল্পে পারসেন্টেজের চুক্তিতে কাজে নেমেছেন। আমাদের এক প্রতিবেদকরের সাথে বিদেশী এমন এক জনের কথা হয় কিন্তু উনি নিজেও % হারে কাজে বিজি থাকার কারনে আজ তা প্রকাশিত হল না।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২
রোহান খান বলেছেন: মামু ! ঝালমুড়ি খাও...।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
কসমিক- ট্রাভেলার বলেছেন:
কোটি মানুষের এখন এটাই স্বপ্ন!!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
রোহান খান বলেছেন: এই একটা ব্যাবস্থ্যা ছাড়া বাকি সবকিছুই তো ব্যার্থ !
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
রোহান খান বলেছেন: এটা বোধহয় ১৪ কোটি মানুষের স্বপ্নের হাউকাউ
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
ঢাকাবাসী বলেছেন: সুন্দর স্বপ্ন, আহা যদি বাস্তবে এমন হতো!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
রোহান খান বলেছেন: জ জজ জজ জ (ঘুমে আছি) ...।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১
এন ইউ এমিল বলেছেন: মাথামুথাকি নষ্ট হইয়া গেলোগা?