নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

১৬ বছর পর -

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪



ছবিটি - আজ সকালের তোলা





আজ সকালে অফিসে এসে একটা চমৎকার জিনিস দেখলাম - আজকে সকাল থেকেই আবুধাবীর আকাশটা ছিলো মেঘলা। সিকিউরিটি চেকিং এর সময় অনুভুত হল যে কপালে পানির ছিটে পড়ছে।বুজতে পারলাম এটা হল বৃস্টির পানির ফোটা। বৃস্টিটা পরিমানে খুবি নগন্য হলেও মনটা বেশ ফুরফুরে হয়ে গেলো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম হলুদ আভার মধ্যে সাদা মেঘগুলো ডুবে আছে। সকালের আভা কেবল ছড়াতে শুরু করেছে । ডেক্সেগিয়ে চা পান করে বাইরে বেরুলাম বিড়ি ফুকতে, ওমনি আমার সামনে সেই ১৬ বছর আগের মুহুর্তটাকে দেখতে পারলাম। রংধনু। পুরা আকাশটা জুরে বসে আছে সে। রংধনুর চাদরে পুরো আকাশটাকে ঢেকে রেখেছে সে। মনটা কেমন যেন করে উঠলো। কিছুর একটার শুন্যতা বুকের ঠিক মাঝখানটাতে শিশির ভেজা অবয়ব সৃস্টি করে চললো। ধীর পায়ে আমি দরজা খুলে এগিয়ে জেতে লাগলাম মুগ্ধ দৃস্টিতে। একপা একপা করে লোহার শিড়ি বেয়ে নেমে যেতে লাগলাম, তখন মনে হচ্ছিলো আমার পায়ের নিচের লোহার শিড়িও যেন নরম ঘাসের মত অনুভুত হচ্ছে। অবাক দৃস্টিতে তাকিয়ে থাকতে থাকতে চোখের পাতাগুলো এক করতেই ভুলে গেছিলাম। সে এক অপরুপ কোন নারীর মোহনীয় রুপের মত করে আমার মনে দোলা দিয়ে গেলো। কিছুপর কালো আকাশের এক পাশদিয়ে রোদের আলোকময় উপস্থিতি লক্ষ্য করলাম। সে এক মায়াভরা অনুভুতি। এই যেন জীবনের স্রেস্ট আনন্দ। কতদিন দেখিনি তোমায়। আসো আজ তোমার কপালে টিপ দিবো। কাছে আসো তোমাকে দুহাত দিয়ে ধরবো। বেধে রাখবো আমাতে। ধীরে ধীরে সেগারেট শেষ পর্যায়ে উপস্থিত হলো। এবার যাবার পালা। না সেতো রংধনু না বরং আমি। আমাকে যেতে হবে। বাধাকালো এই নস্ট জগতে নিয়মের মাঝে। ১৬ বছর পর তোমায় ফিরে পেয়ে যেনো যেতে ইচ্ছে হলো না। তবুও যেতে হবে। যেমনটি তুমিও চলে যাবে। সবারি সময় থাকে। নির্দিস্ষ সময় পর সবাইকে যেতে হয়। তেমনি আমারো যেতে হবে। ভালো থেকো রংধনু। তোমায় মনে করি সব সময় - দোয়া করি তুমি ফিরো আসো বার বার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

আদরসারািদন বলেছেন: অনুভূতির প্রকাশ এক্কেবারে পরিপাটি। সুন্দর হয়েছে আপনার লেখা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

রোহান খান বলেছেন: অনুভুতি প্রকাশের থেকেও বড় ব্যাপার হল অনুভুতিটুকু ধরে রাখা। ধণ্যবাদ আপনাকে, ভাল থাকবেন আর অনুভুতি গুলোকে অনুধাবন করবেন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

রোহান খান বলেছেন: ঢাকাবাসী" বহু দিন পরে এলেন। স্বাগতম জানাই আপনাকে....।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর রঙধনু।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

রোহান খান বলেছেন: হুম। সব রংধনুরাই সুন্দর হয়। ধণ্যবাদ ইসহাক ভাই...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.