নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

♥♥♥ স্ত্রীর জন্য পাগলপারা এক স্বামীর গল্প বলছি... ♥♥♥

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭





এক লোক,

সে ছিল তার স্ত্রীর জন্য পাগল, যদিও তাদের দাম্পত্য জীবনের এই ১০ বছরখুব মসৃন ও সবসময় সুখকর ছিল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন সে তার স্ত্রীর মধ্যে এমন কি পেয়েছে যার জন্যসে তার

প্রশংসামুখর, সে বললঃ

" যখন থেকে আমাদের সংসারের শুরু, আমার অবস্থা যতই খারাপ হচ্ছিল, আমার স্ত্রীআরো বেশী বেশী করে অনুরোধ করছিল আমাকে নামাজ আদায় করার জন্য, কখনই সে এই নসিহত করা বাদ দেয় নাই।



বছরের পর বছর পার হয়ে গেলেও আমি তার এই কথার কোন মূল্য আর পাত্তা দেই নাই।

কিন্তু, যেদিন আমাদের ১০ম বিবাহ বার্ষিকীর দিন ঘনিয়ে এল আমি তাকে জিজ্ঞেস করলাম,

সে এবার উপহার হিসেবে কী পাওয়ার ইচ্ছা করছে আমার কাছে।



সে খুব সোজা ও সুন্দরভাবে উত্তর দিয়ে বলল,

"তুমি যদি আজ থেকে নামাজ পড়া শুরু কর তবে সেটাই হবে আমার জীবনের সবথেকে দামী উপহার পাওয়া"



আমি তাকে সেদিন আর না করতে পারি নাই, তার কথা ফেলে দিতে পারি নাই। তখন থেকেই আমি আমার নামাজের ব্যাপারে সচেতন এবং নিয়মিত, আলহামদুলিল্লাহ!



আমার জীবনের এত্ত সুন্দর একটা পরিবর্তনের কারন সেইই এবং আমি তাকে ভালবাসি।

আজো আমি দুঃখ করি যে আমার জীবনের কত মূল্যবান সময় অপচয় করেছি এই নামাজ না পড়ে"



এই ভাইয়ের জীবন থেকে আমাদের বোনেরা একটা শিক্ষা নিতে পারেন।

সেই সকল বোনদের বলছি, আপনারাই পারেন আপনার স্বামীর জীবনকে, আপনাদের জীবনকে জান্নাতমুখী করতে।



নামাজ, রোজাসহ ইসলামের যাবতীয় রীতি-নীতি মানতে আপনারাই আপনাদের স্বামীদের উৎসাহিত করতে পারেন।



এভাবেই আপনারা দুনিয়ার বস্তুবাদী উপহার না নিয়ে পেতে পারেন আখিরাতের জান্নাতের স্বাদ, জান্নাতি উপহার।



তাই আসুন দাম্পত্য জীবনকে করে তুলুন আখিরাত ও জান্নাত মুখী।

মনে রাখবেন, পৃথিবীর উপহার ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের উপহার আল্লাহর পক্ষ থেকে এবং তা চিরস্থায়ী।

আল্লাহ সকলকে জান্নাতি ও পরহেযগার দাম্পত্যসংগী ও জীবন দান করুন,

আমীন ♥♥♥

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

মাথা ঠান্ডা বলেছেন: আমার স্ত্রীও আমাকে নামাজের জন্য প্রচুর রিকোয়েস্ট করে কিন্তু আমি কেন যেন নামাজের প্রতি কনসেনট্রেশন দিতে পারছিনা।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

রোহান খান বলেছেন: এক সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। চেস্টা করতে থাকুন।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর!

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

নূর আদনান বলেছেন: একে অপরকে উৎসাহিত করার মাধ্যমেই ভাল কাজে অংশ গ্রহন করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.