নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

Walton Fusion-125 (help post) NEED REVIEW

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

আমি বিদেশে থাকি। বাংলাদেশে ৫-৬ মাস থাকবো বলে বেড়াতে এসেছি। এসেই বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমার দরকার কমদামি ও ফুয়েল ইফিসিয়েন্ট বাইক। প্রায় প্রতিদিনি ত্রিশাল (গাজিপুর) থেকে ঢাকা যেতে ব্যাবহার করবো। এসবদিক বিবেচনা করে ওয়ালটন ফিউশন ১২৫ বাইকটা কেমন হবে জানাবেন। আমি চাই দেশের টাকা দেশেই থাকুক তাই ওয়ালটন কিনতে চাই। তবে সবদিক বিবেচনা করেই কিনবো ২-১ দিনের মধ্যেই। ব্লগে যারা বাইক সম্পর্কে ধারনা রাখেন তাদের কাছে সাহায্য চাচ্ছি।



- এই বাইকটা টপ স্পিড কত?

- দিনে এরাউন্ড ১০০-১৫০ কিলো চালানো যাবে ?

- মাইলেজ/লিটারে ?

- সবদিক বিবেচনা করে দামের ভিত্তিতে বাইকটা কেমন হবে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

সূর্য হাসান বলেছেন: আমি ঢাকা শহরের ভেতর ৮০-৮৫ চালিয়েছি। ফাঁকা রাস্তা কিংবা হাইওয়ে পেলে হয়তো আরও বাড়াতাম।
১০০-১৫০ না চলার কোনো কারণ দেখি না। যদিও আমার এত বেশি চালানোর অভিজ্ঞতা নাই।
মাইলেজ ৪০-৪৫। আমার ৪৫+ অভিজ্ঞতা আছে।
দামের দিক দিয়ে বিবেচনা করছে নিঃসন্দেহে Walton Fusion-125 ভাল।
কিন্তু দেশে ওয়ালটনের রিসেল ভ্যালু অনেক কম।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

রোহান খান বলেছেন: সবকিক বিবেচনা করে বাইকটি কেমন। আমার সব বন্ধুরা নাক সিটকানো শুরু করেছে দেশী বাইক হিসেবে। আর ওদের কমেন্ট হল ইন্ডিয়ান হিরো হোন্ডা বা বাজাজ এর দিকে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন:
ভালোই

৫-৬ মাস নির্বিঘ্নে চালাতে পারেন

ঘন্টায় ৬০ কি মি র উপরে তুলবেন না (ঢাকার বাইরে খালি রাস্তায়)
ঘন্টায় ৪০ কি মি র উপর তুলবেন না ঢাকায়(রাস্তা যতই খালি থাকুক)

কারন চাকা পাতলা, তাই কন্ট্রল কম থাকবে, বাইকের উপর।

১ লিটারে ৪২ কিমি যেতে পারবেন আশা করি।

তবে বাইক কেনাটাই ব্যাড আইডিয়া। কি দরকার লাইফের রিস্ক নেবার????

আর হেলম্যাট সব সময় ব্যাবহার করবেন, কারন ৫-৬ মাসে কম পক্ষে ৩ বার পড়বেন!!!(আল্লাহ না করুক)

রিক্সা , রিক্সা ভেন, বালি, কংক্রিট , ভেজা রাস্তা, ময়লা রাস্তা হতে সবধান।

বাইক কিনবেন না।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

রোহান খান বলেছেন: ভাই আপনার কথাগুলো ভালো লাগলো। আমিও এক সময় বাইকের বিপক্ষে ছিলাম। কিন্তু বয়স বেড়ে যাচ্ছে এই একটা মজাই নেয়া হল না। তাই ছুটির ৫-৬ মাস এটাকে নিয়ে থাকতে চাই। আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.