![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
তোমার অনেক, ফেলে আসা, ধুসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা, চোখের আলো, ঘিরে থাকবে যেন তোমাকে
যাকিছু ছিলো, থেমে থাকা, আবার থামবে এই বিদায়ে
আমার ওপার, সীমানাতে, তোমার চিন্হ তবু রবে বেচে
নিহত সরনের বেড়াজালে, অধীর অপেক্ষা শেষে
প্রয়াত আগামী সৃতিজুড়ে, শেষ বিদায় আসবে অবশেষে
তুমি কি, স্বপ্নবুনো নির্জনে,
ধুসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্ন গুলো সহসা, আলো জেলে
হারিয়ে যাও যত দুরে, আসবে তবু ফিরে আমার অজানায়
অবিরত, মলিন ক্ষত, মুছে ফেলে এই দুর্জয়ে
আমার ওপার, থেমে থাকা, প্রয়াতো এই আগমনে -
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
রোহান খান বলেছেন: রিদম ইফেক্ট টি দারুন মিক্স হয়েছে। আর রিফ তো পুরাই জোস।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার কাছেও ভাল লাগে। কিন্তু সবচেয়ে বেস্ট তোমাকে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার কাছেও ভাল লাগে। কিন্তু সবচেয়ে বেস্ট তোমাকে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
অপ্রচলিত বলেছেন: আগেই শুনেছি, দারুণ একটি গান।
তবে কোরাস শুরু হওয়ার আগের অংশুটুকু বেশি ভালো লাগে।