নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন, রবি, এয়ারটেল, সিটিসেল গ্রাহকেরা এদিকে আসুন !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

প্রথমে পড়লাম গ্রামীণফোনের

খপ্পরে ।

আমারে কইলো"কাছে থাকুন

।"কিছুক্ষণ পর

কইলো"চলো বহুদূর।"

গ্রামীণ ফোনের সাথে বহুদূর

যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল।

চারিদিকে অন্ধকার হয়ে উঠল ।

আমি কইলাম আলো দরকার।

এইবার রবি আইসা কইলো ঐ

মিয়া"জ্বলে ওঠো আপন শক্তিতে ।"

আমি কইলাম ক্যামনে জ্বলুম । বেসম্ভব

ব্যাপার।

এই সুযোগে বাংলালিংক

আইয়া কইলো"দিন বদলাইছে না, সেই

দিন কি আর আছে ??"

আলো এখন আর

"বাংলালিংক

দামে"পাওয়া যায়না ।

এরপর

সিটিসেল তো আরো এক

কাঠি সরেস উপদেশ

দিলো , কইলো-"এমন অনেক কিছুই

হবে যা কখনো হয়নি আগে ।"

আমি কইলাম তাইলে কি করুম

আমি বাড়ি ফিরতে চাই।

উল্টা ঘুরে দৌড়াচ্ছি ।

এমন সময় দেখি একখান বাধের

পাশে দাড়িয়ে রয়েছে

'টেলিটক,

আমারে দেখামাত্র বলল"বাধঁ

ভেঙে দাও।"রবির আবার

কানে সমস্যা ।

সে শুনল"দাত ভেঙে দেও"-

শুনা মাত্রই

রবি গিয়ে টেলিটকের মুখ বরাবর

সিরাম জোরে এক ভয়ানক

ঘুসি মেরে দিল ।

এদিকে আমি দৌড়াচ্ছি বাসার

কাছাকাছি এসে দেখি বাসায়

দরজা বন্ধ

করে সবাই ঘুমিয়ে পড়েছে।

আমি খুবই হতাশ হলাম ।

তখন আবার বাংলালিংক

কইলো"আপনার ফিরে আসার মুল্য আর

কেউ না বুঝলেও

আমরা বুঝি ।"

হঠাৎ বাম কাঁধে হাত দিয়া গ্রামিণ কইল

অসুবিধা নাই "আমরা আমরাই তো"

আচমকা এয়ারটেল আইয়া কয় "বন্ধু ছারা লাইফ

ইম্পসিবল" আর আমারে নিয়া গেল তাদের

কাস্টমার

কেয়ারে।

এভাবেই আমার বিজ্ঞাপণীয়

দূ:স্বপ্নের

সমাপ্তি ঘটিল...(collected)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

আমি রেদওয়ান বলেছেন: :P :P

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

গোবর গণেশ বলেছেন: চায়ের দামে শরবত, ভালো তো....... ভালো না ?

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

ভিটামিন সি বলেছেন: গোবর গণেশ কইছেন: চায়ের দামে শরবত, ভালো তো....... ভালো না ?

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.