নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

সত্যি সত্যি গুপ্তধন - মাই গড কই কি??? গুপ্তধন পেলেন আমেরিকান এক দম্পতি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬







ছোটবেলায় গুপ্তধনের গল্প কে না পড়েছি। পড়তে পড়তে ভেবেছি, আহা যদি আমিও মাটি খুঁড়ে পেয়ে যেতাম রাশিরাশি সোনার মুদ্রা। হয়ে যেতাম রাতারাতি ধনী!











কিন্তু গল্প নয়, বাস্তবেই রাশিরাশি স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। আর সেই গুপ্তধন ছিল তাদেরই অধিকারে থাকা জমিতে।

২০১৩ সালে পাওয়া ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার।

বিরলমুদ্রা বিক্রেতাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

১৮৪৭ থেকে ১৮৯৪ সালের মধ্যে তৈরি ১৪২৭ টি সোনার মুদ্রা যা কখনো ব্যবহৃত হয়নি এবং একদম নতুন অবস্থায় রয়েছে।

অজ্ঞাতনামা ওই দম্পতি ২০১৩ সালের এপ্রিলে হাঁটতে গিয়ে একটি গাছের নিচে ধাবত পাত্রের ভেতর মুদ্রাগুলোর খোঁজ পান।



যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহৎ গুপ্তধন।

মুদ্রাবিশেষজ্ঞ ডেভিড ম্যাকার্থি বলেন, “জাহাজের ধ্বংসাবশেষ থেকে অনেক বেশি সংখ্যক সোনার মুদ্রা খুঁজে পাওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু মাটির নিচ থেকে এই পরিমাণ মুদ্রা পাওয়ার কথা এখনো শুনিনি।”

তিনি আরো বলেন, “আমি উত্তর আমেরিকায় এই পরিমাণ মূল্যমানের এবং এত অক্ষত অবস্থায় থাকা সোনার মুদ্রা কখনো দেখিনি।”

ওই দম্পতি ক্যালিফোর্নিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। স্বর্ণশিকারীদের কাছে ক্যালিফোর্নিয়া সোনাররাজ্য বলে পরিচিত।

স্বর্ণমুদ্রাগুলো ওই দম্পতি তাদের অধিকারে থাকা একটি জমিতে খুঁজে পান।

তবে কে এই মুদ্রাগুলো পুঁতে রেখে চলে গেছে তা সত্যিই রহস্যজনক।

মুদ্রাগুলোর মধ্যে অনেকগুলোর আনুমানিক সাম্প্রতিক মূল্য ২৭ হাজার মার্কিন ডলার হলেও কিছু কিছু বিরল মুদ্রা রয়েছে, যেগেুলোর প্রতিটির আনুমানিকমূল্য ধরা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার।

ওই দম্পতি আমাজনের মাধ্যমে মুদ্রাগুলো বিক্রির পরিকল্পনা করছেন।







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বেকার সব ০০৭ বলেছেন: ছোটবেলায় কেন আমি তো এখন গুপ্তধনের স্বন দেখি

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

রোহান খান বলেছেন: হ্যালুশেসন হচ্ছে আপনার, জরূরী ডাক্তার দেখান

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

হেডস্যার বলেছেন:

সবাই পায় ..... পাই না খালি আমি

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৭

রোহান খান বলেছেন: কেডা পাইছে কন, খালি বাসার ঠিকানা দেন । দেখবেন আমি যা পাইমু তার থেকে ৫০ পার্সেন্ট আপনার বাসায় পাঠায় দিমু।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘশ্বাস ;)

হা হুতাশ :) =p~ =p~

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

রোহান খান বলেছেন: হুম... জলদি আমার পিছনে লাইনে খারান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.