নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

গাইবোনা আর কোন গান তোমায় ছাড়া

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

সেদিন টি কেমন যেন একদমি অন্য রকম একটি দিন ছিলো। সেদিনটিকে যখন সৃতিতে অবলোকন করি তখন সবকিছু কেমন যেনো হলুদ অবয়ব ধারন করে। সৃতির প্রতিটি পাতায় সিনেমা স্কোপের মত প্রতিলিপিতে আজও স্পস্ট সবকিছুই। আসলেই, মেরুন কালারের ঐ গাড়িটি আমার খুবি প্রিয়। যতক্ষন তুমি আমি ঐ গাড়িটিতে ছিলাম একটা গান আমরা বার বার শুনছিলাম।ইচ্ছে করে নয়। ঐ গাড়িতে আর কোন সিডি ছিলো না তাই অগত্যা ঐ একটি সিডিই চালাতে হচ্ছিলো। আসলে তখন গানটি সাধারন শুনালেও সেদিনটির পর থেকে সব চেয়ে অসাধারন মনে হয়।



গাইবোনা আর কোন গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমি হিনা কবিতা

দিয়ে ছিলে প্রান নিয়ে নিতে পারো

লেখা কবিতা গাওয়া গান যত

খুজে দেখো না পাবে না কেউ আমার মত

মুছে দিওনা এমন রিদয় ক্ষত

নিজেকে আমি ভুলিনি কখনো

ছিলেনা যখনো আসনি তখনো



মনে আছে সেদিন আকাশটা কেমন যেনো বৃস্টি বৃস্টি ভাব নিয়ে মুখ ভার করে বসে ছিলো। তুমি আমি সেই পদ্মা নদীতে তরী নিয়ে ঘুরতে গিয়ে ভয়ানক তুফানের ভিতর পরেছিলাম। তারপর সেই অভয় যাত্রা শুরু। তখন কয়টা বাজে? বিকাল ৩ টা হবে। তারপর সন্ধা ৬ টায় একতলা ফেরি ঘাটে গাড়ি থামিয়ে মামুর দোকানের চা। ভুলতে পারি না। চেস্টা করেও না।

সব চেয়ে আনন্দমুখর ছিলে তুমি দীতিয় ফেরি ঘাটে। ৪ তলা ফেরি।নীল আর সাদা রং এর। মনে আছে পুরো ফেরীটা শুধু তোমার আর আমার ছিলো। আমারা সারা ফেরিটাই ঘুরে বেড়িয়ে ছিলাম। জানো তখন কেন যেন নিজেকে পৃথিবীর শ্রেস্ঠ মানুষ হিসেবে অনুভব করছিলাম। সবচেয়ে সুখী। তারপর তুমি আমি দৌড়াতে দৌড়াতে শিড়ি বেয়ে ৩ তলার ক্যান্টিনে বসে পিয়াজু আর চা খেয়েছিলাম। তুমি ঠিক আমার সামনেই বসে ছিলে। অপরুপ লাগছিলো তোমায়। ফেরি থেকে নেমে সোজা ঢাকায়। একটা মজার ঘটনা বলি তোমার কি মনে আছে শনি আখরা্য় তোমাকে আর আমাকে পুলিশ ধরেছিলো। ওরা কিন্তু আসলেই আমাদের ব্যপারটা বুজতে পেরেছিলো। তোমার বাবার দেয়া খবরেই ওরা আমাদের গাড়িটাতে তল্লাশি চালায়। সব বুজতে পেরে ভালোবাসার দাম দিতেই উনি নিজেই আমাদের ছেড়েদেন।

আমার মনে আছে শেষ কথা উনি বলেছিলেন : তার একটু মিথ্যে কথা আমাদের দুজনকে এক করবে। যাও .... শুভকামনা রইলো।



আসলেই ভুলতে পারি না সেই দিনটি। ১৫ মে ২০০৮।

আমার জীবনের সবচেয়ে একদম সবথেকে স্রেস্ঠ দিন যা তোমার কাছে থেকে আমি পেয়েছি। তোমাকে ভালোবাসি বলতে বলতে মরে যেতে ইচ্ছে করে। তুমি আমার সবচেয়ে আপনজন। আমার সন্তান রেহানের আম্মু।

তুমিই আমার সব। আমার দুনিয়া। সুখ । দু:খ। হাসি। কান্না।

ভালোবাসি তোমাকে । অনেক ভালোবাসি ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.