নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

কাঁদার জায়গা

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

আমি একটু কাদবো, কিন্তু কোথায় গিয়ে কাদবো তা বুজতে পারছিনা। কাদার জন্যেও তো একটা জায়গার দরকার আছে। কোন কোল বা কোন বুকে বা কারউ কাছে ! এসব ভেবে ভেবে আর কাদা হয়ে ওঠে না। আমি যে আর পারছি না। আমাকে কাদতেই হবে। বুকের ভেতর জমাট বেদে ফুপিয়ে কান্না পাচ্ছে। কিন্তু কাদার জায়গার অভাব, মানুষের অভাব।আমি একটু কাদতে চাই - আমাকে কাদার একটা জায়গা খুজে দিন...।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: যেতে হবে নির্বাসনে
কিংবা দূর পাহাড়ের নির্জনতায়
অথবা দ্বীপান্তরে
এ কোলাহলমুখর নগরীতে শুধু ব্যাস্ত সময়
এখানে কান্নার এক বিন্দু জায়গা নেই।

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

রোহান খান বলেছেন: এ কোলাহলমুখর নগরীতে শুধু ব্যাস্ত সময়ে
যখন রাত্রি নামে তখন শুধু শুনশান নিরবতা
এমনি সময়ে কেউ এসে বুকে জরিয়ে ধরে বলে
একটু কেদে নাও আমি তো আছি তোমারি পাশে

২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: রাত্রীরও নেই নীরবতা
এক মুহুর্তের জন্যও থামেনা এ ব্যাস্ত নগরী
যান্ত্রিক লৌহযান চলে শকটে অবিশ্রাম
আর গৃহবন্দী ধাতব বৈদ্যুতিক শীতাতপ নিয়ন্ত্রন
বা একঘেয়ে আই পি এস এর সুক্ষ রিনরিনে সুর
বাঁধাগ্রস্থ করে নিবিড় নীরবতার আরাধনা
কান্না বা প্রার্থনার জন্য নিরবিছিন্ন শুদ্ধতা
বা নীরবতা নেই কোথাও
কাজেই কাঁদবার আশা ছাড়ো
জ্যান্তব প্রাণহীন অজ্যান্তব প্রাণীগুলির মত
হয়ে ওঠো রোদনহীন, অবিশ্রান্ত নির্বিকার।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

রোহান খান বলেছেন: আমি কান বন্ধ করলেই অনুভব করতে পাই নিরবতাকে
আমি চোখ বন্ধ করলেই হারিয়ে যায় শহুরে কোলাহল
হে বিধাতা নিয়ে যাও আমার এ সময় ঘড়ি
শুইয়ে দাও আমার মাটির গর্ভে
হুম আমি কাদতে চাই, আমায় কাদতে দাও নিরবে সেখানে -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.