![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
সেন্ট মার্টিনে আহসানউল্লাহ'র চারজন ছাত্র নিখোঁজ, দুজন মৃত! এদের মধ্যে দুজনের নাম জানি। ইভান আর সাব্বির! এদের দুজনের ফেসবুকের লাস্ট স্ট্যাটাস পড়লাম আর নীচের কমেন্টগুলা পড়লাম। আমি একেবারে স্তব্ধ হয়ে গেছি !! আমার মষ্তিষ্ক পুরোপুরি শূন্য হয় গেছে।
ইভানের স্ট্যাটাস ছিলো
-"দূরে চলে যাচ্ছি অনেক দূরে"
এতোটুকুই। ১৩ তারিখের স্ট্যাটাস এটা। আর ইভান এখন মৃত! তার নীচের কমেন্টগুলো পড়ে দেখেন। একছেলে কমেন্ট করছে
-"ক্যামনে?"
ইভানের রিপ্লাই "মানুষের কাছ থেকে"
একমেয়ে কমেন্ট করছে
"Joto durei jao fire asite
hoibeeeee"
ইভানের রিপ্লাইঃ "jodi more jai"
ঐ মেয়েটার আবার কমেন্ট
"Seta to r tumi agetheke bujhte
parbena r more geleo manush
kichu manusher moner majhe
bosobash kore"
ইভানের একভাই কমেন্ট করছে
"kothay jaba"
ইভানঃ "na ferar desh e vai"
ইভানের ভাইটাঃ "ki bolo bujhi na"
ইভানঃ "bollam out of reach"
ইভানের ভাইঃ "pkul hola naki...naki
more jaba"
ইভানঃ "aito buzsen"
এইছেলে তার পুরো স্ট্যাটাস কিংবা কমেন্টে একবারের জন্যেও বলে নি সে সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছে। বারবার বলেছে সে মারা যাবে! হয়তোবা সে ফাজলামী করেছে।কিন্তু সেটাই হয়েছে! সে এখন আর বেঁচে নেই!
সাব্বিরের স্ট্যাটাসটা ছিলো-
"চলে যাচ্ছি দোস্ত! একদম নেটওয়ার্কের বাইরে"
এই ভাই আসলেই নেটওয়ার্কের বাইরে চলে গেছে! সে যে জগতে চলে গেছে সে জগতে কোনো সীম কার্ড নাই। নেটওয়ার্কও নাই। নেটওয়ার্ক বিহীন সে জগত থেকে ফিরে আসা যায় না !! প্রত্যেকটা মানুষের নিয়তি এভাবে বেধে দেওয়া যে তারা মৃত্যুর আগে একটা চিহ্ন রেখে যাবে !!
আহসানউল্লাহ'র এই দুইজন দুইটা চিহ্ন রেখে গেছে ফেসবুকে।
"দূরে চলে যাচ্ছি অনেক দূরে" আর "চলে যাচ্ছি দোস্ত। একদম নেটওয়ার্কের বাইরে"।
কোথায় যেন পড়েছিলাম যাদের পানিতে ডুবে মৃত্যু হলে তারা জান্নাত পায় ।কতোটুকু সত্য জানি না তবে এটা বিশ্বাস করতে ইচ্ছা করছে। আল্লাহ তাদের জান্নাত দান করুক! পৃথিবী কোনো ভালো জায়গা না ।পৃথিবী অমানবিক একটা জায়গা,স্বপ্নভঙ্গের জায়গা।পৃথিবী জীবিত মানুষকে মৃত বানানোর কারখানা !
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: কোথায় যেন পড়েছিলাম যাদের পানিতে ডুবে মৃত্যু হলে তারা জান্নাত পায় ।কতোটুকু সত্য জানি না তবে এটা বিশ্বাস করতে ইচ্ছা করছে। আল্লাহ তাদের জান্নাত দান করুক! পৃথিবী কোনো ভালো জায়গা না ।পৃথিবী অমানবিক একটা জায়গা,স্বপ্নভঙ্গের জায়গা।পৃথিবী জীবিত মানুষকে মৃত বানানোর কারখানা !
চোখের কোনটা ভিজে গেলো।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০
নিজাম বলেছেন: ভাটার সময় সমুদ্রে নামা উচিত নয়- এই তথ্য সৈকতের বিভিন্ন জায়গায় লিখা আছে। আমরা একটু সচেতন হলেই জীবন বাচানো সম্ভব।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১
অকুল পাথার বলেছেন: আমারা আর কত ইভান সাব্বিরকে হারালে আমদের ব্যাবস্থাপনা উন্নত হবে? আমি টিভিতে দেখলাম যদি সেন্ট মার্টিনে ভাল চিকিৎসা বাবস্থা থাকত তাহলে ওদের বাঁচান যেত ওদের সহপাঠীরা বলতেছে। এমনকি ওরা যখন পানিতে নামে তখন এমন কোন সিগনাল ছিল না যে তখন পানিতে নামা যাবে কি না। তাই আমি মনে করি এই অব্যাবস্থাপনার জন্যই অকালে ঝরে গেল তাজা প্রান।
খুবই কষ্ট লাগতেছে ওদের পরিবারের জন্য।
আল্লাহ তাদের জান্নাত দান করুক। আমিন।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
মাসুম আহমদ ১৪ বলেছেন: হয়ত তাদের অবচেতন মন জানতো তারা চলে যাবে নেটওয়ার্কের বাইরে অনেক দূরে
৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
ইছামতির তী্রে বলেছেন: আল্লাহ তাদের জান্নাত দান করুন! আমিন।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮
যেনী বলেছেন: পৃথিবী কোনো ভালো জায়গা না ।পৃথিবী অমানবিক একটা জায়গা,স্বপ্নভঙ্গের জায়গা।পৃথিবী জীবিত মানুষকে মৃত বানানোর কারখানা ! আল্লাহ জান্নাত দান করুক! আমিন
৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
ঢাকাবাসী বলেছেন: আমাদের চরম অদক্ষ অকর্মন্য ঘুষখোর প্রশাসন তাদের দায়িত্ব পালনে চরম ব্যার্থ। আমাদের দেশে এসব স্হানের কোথাও কোন ধরনের নিরাপত্তা বা সতর্কতার কোন ব্যাবস্হাই নেই। ডিসিরা এসপিরা জানেইনা সতর্কতা কাকে বলে, খায় না মাথায় দেয়!
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪
আমিনুর রহমান বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো !
কি বলবো বুঝে উঠে পারছি না !!